বুধবার আইপিএল-এর দ্বিতীয় প্লে-অফের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বড় জয় পায় মুম্বই ইন্ডিয়ান্স। লখনৌকে ৮১ রানে হারায় রোহিত শর্মার দল। ম্যাচ হারলেও দুরন্ত পারফরম্যান্স করেন লখনৌ বোলার নবীন উল হক। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট নেন তিনি। তবে তাঁর এই চার উইকেট নেওয়ার নেপথ্যে নাকি রয়েছেন বিরাট কোহলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিরাটের কারণেই নাকি ভালো বল করতে পারছেন নবীন।

চলতি আইপিএল-এ বিরাট কোহলি বনাম নবীন উল হকের বিতর্ক কারও অজানা নয়। কোহলির সঙ্গে বিবাদের পর থেকে নবীন যে মাঠেই খেলছেন সেখানেই তাঁকে দেখে ‘কোহলি, কোহলি’ চিৎকার করছেন দর্শকরা। তাতে নাকি তাঁর সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন আফগানিস্তান পেসার। মুম্বই ম্যাচেও তার অন্যথা হয়নি। এই নিয়ে লখনৌ বোলার বলেন,” আমার তো ভালই লাগে। মাঠে যখন সবাই ওর নাম নিয়ে চিৎকার করেন তখন ভাল খেলার তাগিদ আরও বেড়ে যায়। মুম্বইয়ের বিরুদ্ধেও সেটাই হয়েছে।”

কোহলির সঙ্গে বিতর্কে জড়ানোয় ফলে সমালোচনা হয়েছে নবীনের। তবে বাইরের কোনও সমালোচনা গায়ে মাখেন না বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে নবীন বলেন,” বাইরে কে কী বলল সে দিকে আমি মাথা ঘামাই না। শুধু নিজের খেলার দিকে নজর দিই। আমরা পেশাদার ক্রিকেটার। তাই গ্যালারিতে কার নামে জয়ধ্বনি হচ্ছে, বা সমাজমাধ্যমে কার সমালোচনা হচ্ছে, সে সব নিয়ে ভাবার সময় আমাদের নেই। এগুলো খেলার অঙ্গ। সেটা নিয়েই চলতে হবে।”

আরও পড়ুন:লখনৌয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়, কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্স
