Sunday, August 24, 2025

নিজের স্বপ্ন বাস্তবায়ন! প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া সংসদ ভবন উদ্বোধন

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! অবশেষে বাস্তবায়িত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। রবিবার বিরোধীদেরকে পাত্তা না দিয়েই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল দেশের নয়া সংসদ ভবনের। দীর্ঘ ৩ বছর ধরে ৯৭১ কোটি টাকার এই উচ্চাভিলাষী প্রকল্পের কাজ চলছিল। কাজ শেষ হওয়ার পর নতুন সংসদে কবে থেকে কার্যক্রম চালু হবে তার প্রতীক্ষায় ছিলেন অনেকেই। আজ সেই প্রতীক্ষার অবসান হল। ‘রাজদণ্ড’ সেঙ্গোল উঠল বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধানের হাতে।তবে ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠানে সাড়া মিলল না ২১টি প্রধান বিরোধী দলের। যা ভারতীয় গণতন্ত্রের পক্ষে মোটেই গৌরবের নয় বলে মত অনেকের।

আরও পড়ুনঃনয়া সংসদ ভবন উদ্বোধনের সময়সূচি একনজরে

প্রথম থেকেই অনুষ্ঠানের কেন্দ্রে ছিলেন নরেন্দ্র মোদি। চোল রাজাদের ন্যায়দণ্ড সেঙ্গোল হাতে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি। এরপর তাঁর হাতেই প্রতিষ্ঠা পায় এই পবিত্র প্রতীক। সংসদ ভবনের মূল ফলকও উন্মোচিত হয় প্রধানমন্ত্রীর হাতেই। এরপর হয় সর্ব ধর্ম প্রার্থনা। এদিন সেঙ্গোলের সামনে সষ্ঠাঙ্গে প্রণাম করেন মোদি। বেশিরভাগ বিরোধী দলের প্রতিনিধি অনুপস্থিত থাকলেও এদিন অনুষ্ঠানে ছিল অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআরকংগ্রেস ও ওড়িশার শাসকদল বিজু জনতা দলের প্রতিনিধিরা।

নয়া সংসদভবন ছিল বিতর্কে ঘেরা। করোনা বিপর্যয়ের সময় কেন এত টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্টা নির্মাণ করা হচ্ছে সেই প্রশ্ন উঠেছিল শুরু দিকে। এরপর উদ্বোধনে সন্ধিক্ষণে এসে রাষ্ট্রপতির হাতে কেন নতুন সংসদ ভবনের উদ্বোধন হবে না সেই বিতর্ক চরমে পৌঁছয়। এই নিয়ে সুর চড়িয়েই আজকের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় কংগ্রেস,তৃণমূল, আপ সহ ২১টি বিরোধী দল। এমনকি যেই সেঙ্গোল নিয়ে গেরুয়া শিবির তথা কেন্দ্রের এত মাতামাতি তা নিয়েও মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস।
তবে সেসব সমালোচনাকে তোয়াক্কা না করেই পৌনে সাতটা নাগাদ নয়া সংসদ ভবনে পৌঁছন প্রধানমন্ত্রী।তাঁর হাতেই যাত্রা শুরু হল নয়া সংসদভবনের। প্রধানমন্ত্রীও নাম না করে বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘যারা দেশের উন্নতিতে খুশি নয় তারাই ঐক্য ভাঙার চেষ্টা করে’।বিজেপির বক্তব্য, নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে দেশের গণতান্ত্রিক কাঠামোকেই অপমান করছে বিরোধীরা।

 

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...