Saturday, May 3, 2025

“ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে”: নতুন সংসদ ভবনের উদ্বোধনে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতির

Date:

Share post:

নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধনে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadai Murmu)। আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে দিয়ে নবকলেবরে নির্মিত সংসদ ভবনের উদ্বোধন করানোর দাবিতে বিরোধীরা (Opposition) এই অনুষ্ঠান বয়কট করে। কংগ্রেসের নেতৃত্বে ২০টি বিজেপি (BJP) বিরোধীদল এদিনের অনুষ্ঠানে গরহাজির ছিল। কিন্তু যাঁকে ঘিরে এত কাণ্ড সেই দ্রৌপদী মুর্মু তাঁর শুভেচ্ছাবার্তায় এদিনটিকে গর্বের বলে উল্লেখ করলেন।

তবে রবিবাসরীয় উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উপস্থিত না থাকলেও তাঁদের পাঠানো বার্তা পড়ে শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। রাষ্ট্রপতি তাঁর লেখা বার্তায় জানান, এই নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নয়া সংসদ ভবন আমাদের বিশাল এই ভারতের প্রতিটি প্রান্তে থাকা দেশবাসীর কাছে আনন্দ ও গর্বের বিষয়। ভারতের সংসদের আমাদের চেতনা স্থান পেয়েছে। সংসদ আমাদের সমৃদ্ধ লোকতান্ত্রিকের প্রকাশ স্তম্ভ। সংসদ ভবনের এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জেরে দেশবাসীর জীবনে সুপরিবর্তন এসেছে।

পাশাপাশি এদিন নতুন সংসদ ভবনের উদ্বোধনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও (Jagdeep Dhankhar) সকলকে শুভেচ্ছা জানান। আগামীদিনে এই সংসদ ভবন অনেক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে বলেও তিনি জানান তিনি। উল্লেখ্য, রবিবারই দেশবাসীকে নতুন সংসদ ভবন উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছরে এটা দেশবাসীকে দেওয়া উপহার। এটা শুধু একটা ভবন নয়। ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতিবিম্ব। মন্তব্য প্রধানমন্ত্রীর। নতুন সংসদ ভবনের নির্মাণ, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানান, আগামী দিনে সংসদের আসন বাড়লে যাতে স্থান সংকট না হয়, সেটা নিশ্চিত করার জন্য সংসদ আয়তনে বাড়ানো দরকার ছিল।

 

 

 

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...