‘হাত’ ছেড়ে তৃণমূলে যোগ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস (Bayran Biswas)। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছিলেন বায়রন। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যেই দলবদল। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই দলে যোগ দিলেন তিনি। সোমবার, সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল সূত্রে খবর, অভিষেকের নবজোয়ার কর্মসূচি দেখে তিনি উদ্বুদ্ধ হন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে সামিল হতেই এই সিদ্ধান্ত নেন বায়রন।

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাটন হয়। ২ মার্চ সাগরদিঘির ফল ঘোষণায় দেখা যায়, বামেদের সঙ্গে জোট গড়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। বায়রনের হাত ধরে বিধানসভায় ঢোকে কংগ্রেস। কিন্তু তিন মাসের মধ্যেই হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন সাগরদিঘির বিধায়ক।

 

Previous articleধানবাদ-গোমো স্টেশনের মাঝে বিদ্যুৎ.স্পৃষ্ট হয়ে ৬ শ্রমিকের মর্মা.ন্তিক পরিণতি
Next articleবিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে বায়রন: স্বাগত জানিয়ে মন্তব্য অভিষেকের, তীব্র কটাক্ষ রামধনু জোটকে