Tuesday, November 11, 2025

দিল্লিতে লা*ঞ্ছিত কুস্তিগিরদের ন্যায় বিচারের দাবিতে কলকাতার রাজপথে মিছিল মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করা কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে এবার কলকাতার রাজপথে ক্রীড়াবিদদের পাশে নিয়ে প্রতিবাদ মিছিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Fogat), বজরং পুনিয়াদের সমর্থনে মুখ্যমন্ত্রী আজ, বুধবার হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রায় নেন। তবে এদিনের মিছিলের মধ্য দিয়েই থামবে না প্রতিবাদ, আগামিদিনেও কুস্তিগিরদের সমর্থনে একাধিক কর্মসূচি নেবেন তিনি। আগামিকাল, বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে মোমবাতি নিয়ে সমাবেশ করবেন ক্রীড়াবিদরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) উদ্যোগে এদিনের মিছিলে যোগ দেন বাংলার বর্তমান ও প্রাক্তন কৃতি ক্রীড়াবিদরা। উল্লেখযোগ্যভাবে এই মিছিল পা মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী ও বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি, সৌরাশিস লাহিড়ী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, অ্যালভিটো, বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও সহ আরও অনেকে। এছাড়াও ছিলেন বিভিন্ন ক্লাব ও সংগঠনের নবিশ খেলোয়াড় ও আগামীর তারকারা।

মিছিলের শেষে রবীন্দ্র সদনে দিল্লিতে লাঞ্ছিত কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হেনস্তার শিকার হয়ে বিচার চেয়েছেন দেশের পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না কেন্দ্রের সরকার। কারণ, তিনি বিজেপি সাংসদ। তবে ন্যায় বিচারের দাবিতে আগামিদিনেও কুস্তিগিরদের পাশে থাকব আমরা। একাধিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাই বৃহস্পতিবার গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি নিয়ে বসবেন বাংলার ক্রীড়াবিদরা।”

 

spot_img

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...