নতুন জার্সিতে মন মজেছে রোহিত-বিরাটদের, ‘রাজার মত অনুভূতি দেবে’, বললেন কোহলি

পুরুষ, মহিলা উভয় দলের জন্যই বানানো হয়েছে এই নতুন জার্সি। এদিন বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে।

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তবে তার আগে নতুন জার্সিতে মজেছে টিম ইন্ডিয়া। কিট স্পনসর অ‍্যাডিডাসের নতুন অনুশীলন জার্সি থেকে তিন ফর্ম‍্যাটের ম‍্যাচ জার্সি সবেতেই মন মজেছে ক্রিকেটারদের। ভিডিও পোস্ট বিসিসিআইয়ের।

পুরুষ, মহিলা উভয় দলের জন্যই বানানো হয়েছে এই নতুন জার্সি। এদিন বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। যেখানে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া শুভমন গিলদের সঙ্গে রয়েছেন, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধনারা। ভিডিওতে প্রত্যেককেই নতুন জার্সিতে দেখা যাচ্ছে। এবং এই জার্সি পরার অনুভূতি প্রকাশ করেন তারা।

ভিডিওতে রোহিত বলেন, “অসম্ভব নয় কিছুই, সবই সম্ভব। পাশ দিয়ে বিরাট বলেন এই জার্সি আপনাকে রাজার মত অনুভূতি দেবে এবং মনে করিয়ে দেবে যে খেলার থেকে কোনো কিছুই বড় নয়।”

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

আর ভিডিও পোস্ট হতেই মন কেড়েছে নেটিজেনদের। টিম ইন্ডিয়ার নতুন জার্সি মনে ধরেছে ক্রিকেটার থেকে ক্রিকেটপ্রেমীদের। আসন্ন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের ম‍্যাচে নতুন জার্সি পরেই মাঠে নামবেন রোহিত-বিরাটরা।

আরও পড়ুন:বালেশ্বরে ভ*য়াবহ ট্রেন দু*র্ঘটনায় শো*কস্তব্ধ ক্রীড়াবিদরা, শো*ক প্রকাশ বিরাট-শ্রেয়স-সেহবাগ-বিন্দ্রাদের