Friday, November 7, 2025

বালেশ্বরে দু.র্ঘটনার জের! ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীনের

Date:

Share post:

বালেশ্বরের (Baleshwar) ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে বন্ধ রেল পরিষেবা (Rail Service)। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বাতিল হচ্ছে একের পর এক ট্রেন (Train)। রবিবারও কমপক্ষে ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। যাত্রীদের এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করা যাবে। দৈনিক ৫০টি করে বাস চলবে।

রবিবার সকালেই ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে সাফ জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার জেরে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আর যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন। রবিবার থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, যতদিন অবধি বালেশ্বর রুটে রেল চলাচল স্বাভাবিক হবে না, ততদিন অবধি এই বাস পরিষেবা চালু থাকবে। দৈনিক প্রায় ৫০টি করে বাস চলবে বলে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি এদিন সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর।

 

 

 

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...