Saturday, August 23, 2025

বালেশ্বরে দু.র্ঘটনার জের! ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীনের

Date:

Share post:

বালেশ্বরের (Baleshwar) ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে বন্ধ রেল পরিষেবা (Rail Service)। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বাতিল হচ্ছে একের পর এক ট্রেন (Train)। রবিবারও কমপক্ষে ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। যাত্রীদের এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করা যাবে। দৈনিক ৫০টি করে বাস চলবে।

রবিবার সকালেই ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে সাফ জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার জেরে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আর যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন। রবিবার থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, যতদিন অবধি বালেশ্বর রুটে রেল চলাচল স্বাভাবিক হবে না, ততদিন অবধি এই বাস পরিষেবা চালু থাকবে। দৈনিক প্রায় ৫০টি করে বাস চলবে বলে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি এদিন সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর।

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...