Thursday, August 21, 2025

দাবদাহে পুড়ছে দার্জিলিং! রাজ্যজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস! বৃষ্টি কবে?

Date:

Share post:

এপ্রিলের তাপপ্রবাহের পর ফের জুনের শুরুতেই রোদের দাবদাহে পুড়ছে বাংলা। চাতকের মতো একফোঁটা বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী! কিন্তু বৃষ্টির আশ্বাসবার্তা শোনাতে পারেনি হাওয়া অফিস। উল্টে রাজ্যজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে।

আরও পড়ুন:ওড়িশায় ফের লাইনচ্যুত ট্রেন, ক্ষতিগ্রস্ত একাধিক কামরা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে তাপপ্রবাহ হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। তবে কলকাতায় আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আলিপুর সূত্রে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে।দার্জিলিং-এও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিতে ভিজবে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা জায়গায়। সোমবার ভিজতে পারে উত্তর ২৪ পরগনাও। এ ছাড়া, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। তবে এই বৃষ্টির সম্ভাবনা বেশ ক্ষীণ।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...