আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া রোহিত শর্মারা। ভারত প্রায় ১০ বছর আইসিসির কোন টুর্নামেন্টে জয়ের মুখ দেখেনি। তবে WTC ফাইনালে নামার আগে এসব নিয়ে ভাবতে রাজি নন ভারত অধিনায়ক। বরং অজিদের বিরুদ্ধেই ফোকসড তিনি।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” না, বারবার একই কথা বলে লাভ নেই। টি-২০, WTC সবকিছুতেই একই প্রশ্ন। যা হয়েছে সেগুলো দেখে লাভ নেই। আমাদের আগের দিকে এগিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ হল আমরা এখান থেকে কীভাবে আরও ভালো করতে পারি সেটা দেখা। সব ক্রিকেটার, কোচিং স্টাফ, সবার এখন ফোকাস এই দিকেই।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলের কম্বিনেশন কী রকম হবে? রবিচন্দ্রন অশ্বিন কী প্রথম একাদশে সুযোগ পাবেন? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক বলেন,”আমি বলিনি অশ্বিন খেলবে না। একটা জিনিস আমি এখানে দেখেছি, আবহাওয়ার পরিবর্তনের কারণে পিচের চরিত্র বদলে যায়। আজ যেমনটা আছে আগামীকাল তা পাল্টেও যেতে পারে। তাই ম্যাচের দিনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আগামীকাল আমরা নতুন চ্যালেঞ্জের সঙ্গে শুরু করব। কিন্তু এটা সহজ হবে না। এখনই সেই দিকে মনোযোগ দিতে রাজি নই। ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। আমি সবসময় বর্তমানের দিকে মনোযোগ দিতে চাই।”
আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল। WTC ফাইনালের আগে শুভমন নিয়ে রোহিত বলেন,” শুভমনের পরামর্শের দরকার নেই। সে জানে নিজের খেলাটা খেলতে। এর আগে সে WTC ফাইনাল খেলেছে। এছাড়াও টেস্ট, ওয়ান ডে ও টি-২০ তিন ফর্ম্যাটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ও। আশা করছি শুভমন এখানে নিজের সেরা পারফরম্যান্স দেবে।”

আরও পড়ুন:মেসি ম্যাজিক, লিও সরতেই বিরাট ধাক্কা পিএসজির, কমে গেল ফলোয়ারের সংখ্যা