Thursday, August 21, 2025

রুজিরাকে ইডির তলব, ফের “টাইমিং” নিয়ে প্রশ্ন তুলে তো.প কুণালের

Date:

Share post:

সল্টলেক সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি দফতর (Enforcement Directorate) থেকে প্রায় পৌনে চার ঘণ্টা পর বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। আচমকা একবছর পর রুজিরাকে ইডির তলবের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ “টাইমিং” (Timing) অর্থাৎ, ঠিক কোন সময়ে অতিসক্রিয় হয়ে উঠেছে সিবিআই-ইডি, তা নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন।

কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অভিষেকের জনসংযোগ যাত্রাকে ভয় পেয়েছে বিজেপি। তাই কখনও রাতের অন্ধকারে তাঁর কনভয়ে হানলা, কখনও নবজোয়ারের তাল কাটতে অভিষেককে সিবিআই তলব, কখনও আবার মনোবল ভাঙতে তাঁর স্ত্রীকে নিয়ে টানাটানি করছে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা রুজিরার বিদেশ সফরে কোনও বাধা নেই। সেইমতো কয়েক মাস আগে আমেরিকাতেও গিয়েছিলেন রুজিরা। কিন্তু এখন তৃণমূলে নবজোয়ারের সাফল্যতে ভয় পেয়ে অভিষেক ও তাঁর পরিবারকে হেনস্থা করার চেষ্টা চলছে। এবং বিজেপির অঙ্গুলিহেলনেই অতিসক্রিয় হয়ে উঠেছে এজেন্সিগুলি।

কুণালের আরও দাবি, ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার তদন্তে অনেক কিছু সামনে আসছে। যেখানে রেলের গাফিলতি পরিষ্কার। নিজেদের দায় ধামাচাপা দিতে নজর ঘোরাতেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একবছর পর আচমকা ইডির তলব। বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করেছে এজেন্সি। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করা হচ্ছে।

যদিও রুজিরা বন্দ্যোপাধ্যায় আইনকে সম্মান দিতে ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে পৌনে চার ঘন্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে আসেন।

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...