রাজ্যে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ঠিক একমাস পর পর ৮ জুলাই ভোট গ্রহণ। তার আগে আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। লাগু হয়েছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি। ঠিক সেই আবহে ফের স্বমেজাজে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। কার্যত হুমকির সুরে কথা বললেন তিনি।

এদিন মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ উস্কানি ও প্ররোচনামূলক কথাবার্তা বলেন। তাঁর কথায়, “বিজেপি প্রথমে মনোনয়ন দেবে। বাধা দিলে হিসেব আছে।” যখন শাসক দলের বিরুদ্ধে দিলীপবাবুর দলই লাগাতার ভোট সন্ত্রাস নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, ঠিক তখনই তাঁর মুখে প্ররোচনামূলক কথা।

অভিযোগ, এই প্রথন নয়, যখনই ভোট আসে তখনই এমন বেলাগাম কথাবার্তা বলে উত্তেজনা তৈরি করেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগেও ফের উস্কানিমূলক কথা বলে উত্তেজনা বাড়ানোর কৌশল নিয়েছেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের দা*মামা বাজতেই দেওয়াল লিখনে নেমে পড়লেন সাংসদ অপরূপা
