Thursday, August 28, 2025

শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত যুবককে বাড়ি ছাড়ার নোটিশ, কোথায় মোদির সেনা প্রেম?

Date:

Share post:

কোনও প্রয়োগ নেই। মোদি সরকারের (Modi Government) সেনা প্রেম যে আসলে ফাঁকা আওয়াজ কাশ্মীরের (Kashmir)ঘটনাই তা ফের প্রমাণ করে দিল। ১৯ বছর বয়সী শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি যুবককে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হল। এটাই নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) সেনা প্রেম। একদিকে রাজধানীতে অলিম্পিক মেডেল জয়ীদের পুলিশ দিয়ে পেটানো, অন্যদিকে শৌর্যবীরচক্র প্রাপককে বাড়ি ছাড়া করা- মোদি সরকারের আচ্ছে দিনের উদাহরণ একেবারে স্পষ্ট। ভোট সর্বস্ব প্রচারের আড়ালে সবটাই যে ফাঁকা আওয়াজ ফের তা স্পষ্ট হল দেশের মানুষের কাছে।

২০১৭ সালে একটি জঙ্গি হামলায় বাবাকে হারিয়েছিলেন জম্মু-কাশ্মীরের শোপিয়ানের নাগবালের প্রাক্তন বাসিন্দা ইরফান রমজান শেখ (Irfan Ramzan Sheikh)। ২০১৯ সালে তিনি শৌর্য চক্র পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ সালে ১৪ বছর বয়সী ইরফান এক জঙ্গিকে হত্যা করে। পরের দিন জনতা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইরফানকে তাঁর সাহসিকতার জন্য তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শৌর্য চক্রে ভূষিত করেছিলেন । এরপর তাঁদের পরিবারটি শহরের উপকণ্ঠে নতুন করে বাসস্থান গড়ে তোলেন। এবার তাঁকে ঘরছাড়া করতে উঠে পড়ে লেগেছে এই সরকার। শুক্রবার ইরফান সাংবাদিকদের বলেন, “আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে এবং আমাকে মানসবলের সৈনিক স্কুলে ভর্তি করানো হয়েছিল।” তিনি বলেন, “এখন আমাকে এই গোটা সিজনের জন্য স্কুলের ১.২ লক্ষ টাকা ফি দিতে বলা হচ্ছে। পাশাপাশি আমার বাড়িতে একটি নোটিশ লাগানো হয়েছে, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।” পরিবারকে একটি বরাদ্দপত্র দেখাতে বলা হয়েছে । ইরফান বলছেন তাঁদের নিরাপত্তাজনিত জরুরি অবস্থার কারণে তখন সবার আগে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ডকুমেন্ট অত গুরুত্বপূর্ণ ছিল না। অথচ আজ প্রমাণ দেখাতে বলা হচ্ছে। এই হল মোদি সরকারের সেনা প্রেম। ভোটের আগে বড় বড় ভাষণ দিয়ে মানুষকে বোকা বানানো আর সমবেদনার নাটক এই সরকারের আসল চরিত্র। ইরফান নিজে রাষ্ট্রপতির থেকে পুরস্কার পেয়েছেন। তাঁর মা জম্মু-কাশ্মীর সরকারের সেরিকালচার ডিপার্টমেন্টে একজন সহকারী হিসেবে কাজ করেন। অথচ তাঁদের সঙ্গেই যদি এত নিকৃষ্ট আচরণ করা হয় তাহলে সাধারণ মানুষের কী দায়িত্ব নেবে এই আত্মপ্রচারে ডুবে থাকা জনবিরোধী সরকার? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:প্রার্থী খুঁজে না পেয়ে অভিনব নাটক বিজেপির! কাকদ্বীপে পোস্টার ঘিরে চা.ঞ্চল্য

 

 

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...