Tuesday, November 4, 2025

শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত যুবককে বাড়ি ছাড়ার নোটিশ, কোথায় মোদির সেনা প্রেম?

Date:

Share post:

কোনও প্রয়োগ নেই। মোদি সরকারের (Modi Government) সেনা প্রেম যে আসলে ফাঁকা আওয়াজ কাশ্মীরের (Kashmir)ঘটনাই তা ফের প্রমাণ করে দিল। ১৯ বছর বয়সী শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত কাশ্মীরি যুবককে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হল। এটাই নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) সেনা প্রেম। একদিকে রাজধানীতে অলিম্পিক মেডেল জয়ীদের পুলিশ দিয়ে পেটানো, অন্যদিকে শৌর্যবীরচক্র প্রাপককে বাড়ি ছাড়া করা- মোদি সরকারের আচ্ছে দিনের উদাহরণ একেবারে স্পষ্ট। ভোট সর্বস্ব প্রচারের আড়ালে সবটাই যে ফাঁকা আওয়াজ ফের তা স্পষ্ট হল দেশের মানুষের কাছে।

২০১৭ সালে একটি জঙ্গি হামলায় বাবাকে হারিয়েছিলেন জম্মু-কাশ্মীরের শোপিয়ানের নাগবালের প্রাক্তন বাসিন্দা ইরফান রমজান শেখ (Irfan Ramzan Sheikh)। ২০১৯ সালে তিনি শৌর্য চক্র পুরস্কার পেয়েছিলেন। ২০১৭ সালে ১৪ বছর বয়সী ইরফান এক জঙ্গিকে হত্যা করে। পরের দিন জনতা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইরফানকে তাঁর সাহসিকতার জন্য তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শৌর্য চক্রে ভূষিত করেছিলেন । এরপর তাঁদের পরিবারটি শহরের উপকণ্ঠে নতুন করে বাসস্থান গড়ে তোলেন। এবার তাঁকে ঘরছাড়া করতে উঠে পড়ে লেগেছে এই সরকার। শুক্রবার ইরফান সাংবাদিকদের বলেন, “আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে এবং আমাকে মানসবলের সৈনিক স্কুলে ভর্তি করানো হয়েছিল।” তিনি বলেন, “এখন আমাকে এই গোটা সিজনের জন্য স্কুলের ১.২ লক্ষ টাকা ফি দিতে বলা হচ্ছে। পাশাপাশি আমার বাড়িতে একটি নোটিশ লাগানো হয়েছে, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে।” পরিবারকে একটি বরাদ্দপত্র দেখাতে বলা হয়েছে । ইরফান বলছেন তাঁদের নিরাপত্তাজনিত জরুরি অবস্থার কারণে তখন সবার আগে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ডকুমেন্ট অত গুরুত্বপূর্ণ ছিল না। অথচ আজ প্রমাণ দেখাতে বলা হচ্ছে। এই হল মোদি সরকারের সেনা প্রেম। ভোটের আগে বড় বড় ভাষণ দিয়ে মানুষকে বোকা বানানো আর সমবেদনার নাটক এই সরকারের আসল চরিত্র। ইরফান নিজে রাষ্ট্রপতির থেকে পুরস্কার পেয়েছেন। তাঁর মা জম্মু-কাশ্মীর সরকারের সেরিকালচার ডিপার্টমেন্টে একজন সহকারী হিসেবে কাজ করেন। অথচ তাঁদের সঙ্গেই যদি এত নিকৃষ্ট আচরণ করা হয় তাহলে সাধারণ মানুষের কী দায়িত্ব নেবে এই আত্মপ্রচারে ডুবে থাকা জনবিরোধী সরকার? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:প্রার্থী খুঁজে না পেয়ে অভিনব নাটক বিজেপির! কাকদ্বীপে পোস্টার ঘিরে চা.ঞ্চল্য

 

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...