Monday, August 25, 2025

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অ.শান্তি: দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। সেই দিন থেকেই দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছে রাজ্যের একাধিক জায়গা থেকে। এই ধরনের অশান্তি থেকে দলীয় কর্মীদের দূরে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিলেন যদি কেউ মনোনয়ন দিতে না পারেন সেক্ষেত্রে তৃণমূলকে জানাতে। দলের তরফেই মনোনয়ন জমার ব্যবস্থা করা হবে।

বর্তমানে নবজোয়ার কর্মসূচীতে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দলীয় কর্মীদের বার্তা দিয়ে অভিষেক বলেন, “দলের তরফ থেকে কড়া নির্দেশ, কেউ এই ধরণের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না। প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।” পাশাপাশি তিনি আর জানান, “কেউ মনোনয়ন জমা না দিতে পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন পর্ব। ওইদিনই রাজ্যজুড়ে দফায় দফায় অশান্তির পর শুক্রবারও তা অব্যাহত থাকে। বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিতে খুন হন ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী। এছাড়াও মনোনয়ন ঘিরে অশান্তি ছড়ায় আসানসোলের বারাবনি, ডোমকল, বাঁকুড়ার বিষ্ণুপুরে। এই পরিস্থিতি সামাল দিতেই এবার কড়া সুরে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...