Tuesday, November 4, 2025

পঞ্চায়েতের মনোনয়ন ঘিরে অ.শান্তি: দলীয় কর্মীদের কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে মনোনয়ন পর্ব। সেই দিন থেকেই দফায় দফায় অশান্তির খবর পাওয়া গিয়েছে রাজ্যের একাধিক জায়গা থেকে। এই ধরনের অশান্তি থেকে দলীয় কর্মীদের দূরে থাকার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিলেন যদি কেউ মনোনয়ন দিতে না পারেন সেক্ষেত্রে তৃণমূলকে জানাতে। দলের তরফেই মনোনয়ন জমার ব্যবস্থা করা হবে।

বর্তমানে নবজোয়ার কর্মসূচীতে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দলীয় কর্মীদের বার্তা দিয়ে অভিষেক বলেন, “দলের তরফ থেকে কড়া নির্দেশ, কেউ এই ধরণের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না। প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।” পাশাপাশি তিনি আর জানান, “কেউ মনোনয়ন জমা না দিতে পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েতের মনোনয়ন পর্ব। ওইদিনই রাজ্যজুড়ে দফায় দফায় অশান্তির পর শুক্রবারও তা অব্যাহত থাকে। বৃহস্পতিবার রাতেই মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিতে খুন হন ফুলচাঁদ শেখ নামে এক কংগ্রেস কর্মী। এছাড়াও মনোনয়ন ঘিরে অশান্তি ছড়ায় আসানসোলের বারাবনি, ডোমকল, বাঁকুড়ার বিষ্ণুপুরে। এই পরিস্থিতি সামাল দিতেই এবার কড়া সুরে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...