Sunday, November 9, 2025

শান্তিতেই চলছে পঞ্চায়েতের মনোনয়ন জমা: শুভেন্দুদের অভিযোগ উড়িয়ে ‘সার্টিফিকেট’ লকেটের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব হচ্ছে শান্তিতেই। বঙ্গ বিজেপির বিভিন্ন অভিযোগ উড়িয়ে সাফ জানিয়ে দিলেন হুগলির (Hoogli) BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সোমবার, পোলবা দাদপুর, পান্ডুয়া, বলাগড়-সহ বেশকিছু জায়গায় ঘুরে দেখেন তিনি। দলীয় প্রার্থীদের মনোনয়ন জমাও করান। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে কোনও গোলমাল নেই। শান্তিতেই হচ্ছে মনোনয়ন জমার কাজ। এইভাবে চললে, সুষ্ঠুভাবেই পঞ্চায়েত ভোট হবে বলে আশা করা যায়।

সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের সহযোগিতার ছবিই উঠে আসছে। আর মনোনয়ন জমা যে শান্তিতেই হচ্ছে সে কথা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন লকেট। এদিন পোলবা দাদপুর বিডিও অফিস থেকে বেরিয়ে লকেট অকপটে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত ও সুষ্ঠু রয়েছে। এভাবেই যদি থাকে তাহলে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট হবে বলে মত লকেটের।  বিডিও-র সঙ্গেও কথা বলেন বিজেপি সাংসদ। বলেন, প্রশাসন সতর্ক নজর রেখেছে। লকেট জানান, তাঁদের দলের প্রার্থীরা মনোনয়ন জমা করছেন। আরও অনেকে করবেন। প্রায় সমস্ত দল থেকেই সুষ্ঠু ভাবে নমিনেশন ফর্ম তোলা, জমা দেওয়ার কাজ করছে বলে জানান বিজেপি সাংসদ।

আরও পড়ুন- প্রাণ ফেরার আশায় বাংলাদেশে টানা সাতদিন মৃ*তদেহ আগলে পরিবার!

পঞ্চায়েত ভোট ঘোষণা আর মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন বিষয়ে অভিযোগ তোলে। তৃণমূল নেতৃত্ব দাবি করেন, পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। সব দলের পক্ষ থেকেই নমিনেশন জমা করতে পারছে। এদিন শাসকদলের সেই কথাকেই মান্যতা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এক কথায় স্বীকার করে নিলেন হুগলিতে সুষ্ঠু ভাবেই মনোনয়নের সমস্ত প্রক্রিয়া চলছে।

 

 

 

spot_img

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...