Thursday, August 28, 2025

শান্তিতেই চলছে পঞ্চায়েতের মনোনয়ন জমা: শুভেন্দুদের অভিযোগ উড়িয়ে ‘সার্টিফিকেট’ লকেটের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব হচ্ছে শান্তিতেই। বঙ্গ বিজেপির বিভিন্ন অভিযোগ উড়িয়ে সাফ জানিয়ে দিলেন হুগলির (Hoogli) BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সোমবার, পোলবা দাদপুর, পান্ডুয়া, বলাগড়-সহ বেশকিছু জায়গায় ঘুরে দেখেন তিনি। দলীয় প্রার্থীদের মনোনয়ন জমাও করান। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে কোনও গোলমাল নেই। শান্তিতেই হচ্ছে মনোনয়ন জমার কাজ। এইভাবে চললে, সুষ্ঠুভাবেই পঞ্চায়েত ভোট হবে বলে আশা করা যায়।

সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের প্রথম থেকেই শাসকদলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের সহযোগিতার ছবিই উঠে আসছে। আর মনোনয়ন জমা যে শান্তিতেই হচ্ছে সে কথা মুক্ত কণ্ঠে স্বীকার করলেন লকেট। এদিন পোলবা দাদপুর বিডিও অফিস থেকে বেরিয়ে লকেট অকপটে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত ও সুষ্ঠু রয়েছে। এভাবেই যদি থাকে তাহলে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট হবে বলে মত লকেটের।  বিডিও-র সঙ্গেও কথা বলেন বিজেপি সাংসদ। বলেন, প্রশাসন সতর্ক নজর রেখেছে। লকেট জানান, তাঁদের দলের প্রার্থীরা মনোনয়ন জমা করছেন। আরও অনেকে করবেন। প্রায় সমস্ত দল থেকেই সুষ্ঠু ভাবে নমিনেশন ফর্ম তোলা, জমা দেওয়ার কাজ করছে বলে জানান বিজেপি সাংসদ।

আরও পড়ুন- প্রাণ ফেরার আশায় বাংলাদেশে টানা সাতদিন মৃ*তদেহ আগলে পরিবার!

পঞ্চায়েত ভোট ঘোষণা আর মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা বিভিন্ন বিষয়ে অভিযোগ তোলে। তৃণমূল নেতৃত্ব দাবি করেন, পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে। সব দলের পক্ষ থেকেই নমিনেশন জমা করতে পারছে। এদিন শাসকদলের সেই কথাকেই মান্যতা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এক কথায় স্বীকার করে নিলেন হুগলিতে সুষ্ঠু ভাবেই মনোনয়নের সমস্ত প্রক্রিয়া চলছে।

 

 

 

spot_img

Related articles

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...