Tuesday, August 26, 2025

ডবল ইঞ্জিনের সরকারে তলানিতে শিক্ষা! মাধ্যমিকে স্কুলছুটের সংখ্যায় প্রথমসারিতে গুজরাট-অসম-মেঘালয়

Date:

Share post:

মাধ্যমিকে স্কুলছুটের সংখ্যা প্রথম সারিতে মোদির গুজরাট (Gujrat)। তালিকায় রয়েছে বিহার (Bihar), কর্ণাটক, অসম, পাঞ্জাব। ২০২১-২২-এর শিক্ষাবর্ষে হিসেবে জাতীয় গড় স্কুলছুট ১২.৬ শতাংশের চেয়ে অনেক বেশি ছিল এই রাজ্যগুলিতে। “সমগ্র শিক্ষা” প্রকল্পে ২০২৩-২৪-এর বাস্তবায়নের বিষয়ে আলোচনার সময় শিক্ষা মন্ত্রকের অধীনে অনুমোদন বোর্ডের পরিসংখ্যান থেকে এই তথ্য উঠে এসেছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এই বছরের মার্চ থেকে মে মাসের মধ্যেই বৈঠক হয়েছিল।

আধিকারিকদের মতে, কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে মাধ্যমিক স্তরে ১০০ভাগ শিক্ষাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু সেখান বাধা হয়ে দাঁড়াচ্ছে গুজরাট, অসমের মতো রাজ্যের স্কুল ছুটের সংখ্যা।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ সালে মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার

• মেঘালয়- ২১.৭%
• বিহার- ২০.৪৬%
• অসম- ২০.৩%
• গুজরাট- ১৭.৮৫%
• পাঞ্জাব- ১৭.২%
• অন্ধ্র প্রদেশে- ১৬.৭%
• কর্ণাটক- ১৪.৬%

বাংলায় স্কুলছুটের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। মাধ্যমিকে স্কুলছুট কম দিল্লিতেও। যে ডবল ইঞ্জিনের সরকারের ঢাক পেটায় BJP, সেই সব রাজ্যেই শিক্ষাব্যবস্থার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। মেঘালয়, অসম এবং গুজরাট- এই তিন রাজ্যেই মাধ্যমিকস্তরে স্কুলছুটের সংখ্যা সবচেয়ে বেশি। কিছুদিন আগেই গুজরাটে মোদির স্কুলকে আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলার কথা বলে সরকার। অথচ পড়ুয়াদের স্কুলেই ধরে রাখা যাচ্ছে না, অর্থাৎ শিক্ষামান যে উপযুক্ত নয়- তা পরিসংখ্যান দিয়ে জানাল কেন্দ্রের “সমগ্র শিক্ষা” প্রকল্পই।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...