Sunday, August 24, 2025

ইডির হাতে গ্রেফ.তারির পরই কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী!

Date:

Share post:

আর্থিক তছরুপের মামলায় ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি। বুধবার সকালে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে বসেই কান্নায় ভেঙে পড়েন ডিএমকে নেতা। গাড়িতে শুয়ে রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন তিনি।


আরও পড়ুন:‘আমি নির্দোষ,দুর্নীতিগ্রস্ত বাইডেন প্রশাসন’: নথি মামলায় আদালতে বললেন ট্রাম্প

মঙ্গলবার দিনভর বালাজির দফতর ও কারুরে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি।টানা জিজ্ঞাসাবাদের পর বুধবার তাঁকে গ্রেফতার করা হয় । গ্রেফতারির পর নিয়মমাফিক সেন্থিলকে আনা হয়েছিল চেন্নাইয়ের ওমানদুরার সরকারি হাসপাতালে। একটি অ্যাম্বুল্যান্সে বসানো হয়েছিল বালাজিকে। গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করতেই ঘিরে ধরেন ডিএমকে সমর্থকেরা। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চলতে থাকে স্লোগান। এমন সময় অ্যাম্বুল্যান্সের ভিতরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বালাজিকে। ইডি সূত্রে খবর, বুধবারই বালাজিকে একটি বিশেষ আদালতে তোলা হবে।আদালতে ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইবে।
সম্প্রতি সুপ্রিম কোর্ট টাকার বিনিময়ে চাকরির একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এবং ইডিকে তদন্তে অনুমতি দেয়। তারপরই মঙ্গলবার দিনভর ইডি তামিলনাড়ুর সচিবালয়, বালাজির দফতর এবং কারুরে তাঁর বাসভবনে তল্লাশি চালায়। প্রসঙ্গত, এমডিএমকে জমানায় পরিবহণমন্ত্রী ছিলেন বালাজি। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি বালাজির ঠিকানায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন।
এদিকে তাঁর বাড়িতে ইডির হানার পরই ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন ফুঁসে ওঠেন। তিনি বলেছেন,”মানুষ বিজেপির ভীতি প্রদর্শনের রাজনীতি দেখছেন। বিজেপি রাজনৈতিক ভাবে যাঁদের মোকাবিলা করতে পারছে না, তাঁদের ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। কিন্তু এ ভাবে ওরা সফল হতে পারবে না।” স্ট্যালিনের প্রশ্ন, সেন্থিল তো শুরু থেকেই তদন্তে সহযোগিতা করে আসছেন, তাহলে তাঁর বাড়িতে এভাবে ইডি হানা কেন?

 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...