Monday, May 19, 2025

রদবদল! পরিবেশ হাত ছাড়া, মানসের কাছে শুধু জলসম্পদ দফতর

Date:

Share post:

রাজ্য মন্ত্রিসভায় সামন্য রদবদল। সবংয়ের বিধায়ক মানস ভুইয়াঁর (Manash Bhuinya) হাত ছাড়া একটি দফতর। সেই দফতর নিজের কাছে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মানসের কাছে পরিবেশ ও জল সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব ছিল। পরিবেশ দফতর দায়িত্ব এখন শুধুমাত্র জল সম্পদ উন্নয়ন দফতর থাকল। বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন।

মন্ত্রিসভায় এই রদবদলের ফলে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দফতরের সংখ্যা বেড়ে গেল। আপাতত মুখ্যমন্ত্রী হাতে রয়েছে, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, কর্মিবর্গ, তথ্য ও সংস্কৃতি, যোজনা, সংখ্যালঘু বিষয়ক। সঙ্গে যোগ হল পরিবেশ দফতরও।

রাজ্যে একাধিক মন্ত্রীর হাতে অনেক দফতর। তালিকায় চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের হাতে একাধিক দফতর রয়েছে। তাহলে শুধু মানস ভুঁইয়ার হাতে থেকে দফতর ‘কেড়ে নেওয়া’ হল কেন? কদিন আগে পশ্চিম মেদিনীপুরে জেলা সফরে গিয়ে সাংগঠনিক বৈঠকে মানস ভুইযাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উষ্মা প্রকাশ করে মমতা বলেন, “মানস দা খালি সবং নিয়ে পড়ে থাকলে হবে? মূর্তি বসবে সবংয়ে, স্টেডিয়াম হবে সবংয়ে, মাদুর কাঠির ক্লাস্টার হবে সবংয়ে। জেলায় বাকি জায়গাও তো রয়েছে।“ তবে, তাঁর হাত থেকে পরিবেশ দফতর সরিয়ে নেওয়ার কারণ এখনও স্পষ্ট করা হয়নি।

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...