Thursday, August 28, 2025

Co-WIN থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস! সাইবার সেলে FIR দায়ের ডেরেকের

Date:

Share post:

স্বাস্থ্যমন্ত্রকের ‘কোউইন’ অ্যাপে(CoWIN app) দেশবাসীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে টেলিগ্রাম অ্যাপে। সাধারণ মানুষ থেকে ভিভিআইপি তথ্য ফাঁসের তালিকায় বাদ পড়ছেন না কেউই। এই ঘটনার জেরেই এবার লালবাজার সাইবার সেলে এফআইআর দায়ের করলেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Braine)।

কেন্দ্রের টিকাকরণ অভিযানে বাধ্যতামূলকভাবে দেশবাসীকে লগইন করতে হয়েছিল স্বাস্থ্যমন্ত্রকের ‘কোউইন’ অ্যাপে(CoWIN app)। আর সেখানকার তথ্যই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত মঙ্গলবার সরব হয়েছিলেন মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle) সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। এই ঘটনায় ভুক্তভোগী হয়ে এবার মামলা দায়ের করলেন ডেরেক। লালবাজার সাইবার সেলে অভিযোগ জানিয়ে ডেরেক লিখেছেন, “রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য আমার দায়িত্ব মানুষের সমস্যার সমাধান করা। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। শুধু আমার ব্যক্তিগত তথ্য ফাঁস হচ্ছে না একই সঙ্গে লক্ষ লক্ষ ভারতবাসীর তথ্য ফাঁস হচ্ছে।” ডেরেক চিঠিতে লেখেন, “গত ১২ জুন তারিখ আমি আমার এক পরিচিতের কাছ থেকে জানতে পারি আমার ব্যক্তিগত তথ্য (জন্ম তারিখ, পাসপোর্ট ডিটেল, ফোন নম্বর) সব কিছু টেলিগ্রাম নামে একটি অ্যাপে দেখা যাচ্ছে। এরপরই আমি বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে জানতে পারি কোউইন নামে অ্যাপে দেওয়া সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। যে অ্যাপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আওতাধীন।
করোনা চলাকালীন ভ্যাকসিন নেওয়ার জন্য এই অ্যাপে দেশবাসীকে স্লট বুক করতে হত যেখানে নিজের ব্যক্তিগত সমস্ত তথ্য দিতে হত নাগরিককে। সেই তথ্যই কোনওভাবে ফাঁস হয়ে যাচ্ছে।”

এপ্রসঙ্গে এর আগে কেন্দ্রীয় সরকারের আধার কার্ডের তথ্য ফাঁসের প্রসঙ্গও তুলে ধরেছেন তৃণমূলের এই সাংসদ। এবং পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন, “অবিলম্বে এই চিঠির প্রেক্ষিতে এফআইআর দায়েরের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করা হোক। এর পাশাপাশি যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।” উল্লেখ্য, এর আগে এই ঘটনায় টুইটারে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhle)। তিনি দাবি করেন, বড়সড় ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে মোদি সরকার। CoWIN অ্যাপের মাধ্যমে যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের অজান্তেই ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। বেশ কিছু হাই-প্রোফাইল নামও তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, এই ইউজারদের মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর থেকে শুরু করে পাসপোর্টের নম্বর, ভোটার আইডির তথ্য এবং পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ্যে চলে এসেছে। যা একেবারেই কাম্য নয়। সাকেতের পাশাপাশি একই অভিযোগে সরব হন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে কংগ্রেসের কার্তি চিদম্বরমও।

উল্লেখ্য, ২০২০ সালের গোড়াতেই ভারত তথা বিশ্বের নানা প্রান্তে আছড়ে পড়েছিল করোনা সংক্রমণ। এরপর কেন্দ্রীয় সরকার যখন করোনা রোধে বিনামূল্যে ভ্যাকসিন চালু করেন সেই সময় ভ্যাকসিন গ্রাহকদের ‘কোউইন’ অ্যাপে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। কোভিড পর্বে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র সরকার ‘কোউইন’ অ্যাপের জোরদার প্রচার শুরু করেছিল। মোদির ছবি দেওয়া এই অ্যাপের বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল সর্বত্র। সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা যে নিশ্চিতভাবেই উদ্বেগের তা বলার অপেক্ষা রাখে না। এই ইস্যুতেই এবার এফআইআর দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মমতা-অভিষেকের

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলা হয়েছে। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র...