সংসদের মধ্যেও নিরাপদ নন মহিলারা! অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের পার্লামেন্টে (Australian Parliament) মহিলা সেনেটরের যৌন নিগ্রহের শিকার হওয়ার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্ডিপেন্ডেন্ট সেনেটর লিডিয়া থর্প (Independent Senator Lydia Thorpe) সেনেটে ভাষণ দেওয়ার সময় রীতিমতো ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন এই পার্লামেন্টেই তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে।

পার্লামেন্ট বিল্ডিং কি আর মহিলাদের কাজ করার পক্ষে নিরাপদ স্থান নয়? অস্ট্রেলিয়ার এক সেনেটর যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ করায় এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। বুধবার এক সহ-সেনেটরের নামও নিয়েছেন লিডিয়া। অভিযোগ, তাঁকে যৌন নির্যাতন করেছেন ডেভিড ভ্যান নামে ওই ব্যক্তি। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম সূত্রে খবর লিডিয়া বলছেন গোটা বিষয়টি জনসমক্ষে আনার পরই তাঁকে নিজের মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কনজারভেটিভ ডেভিড ভ্যান (David Van)।
