৮৩ তেও অফুরান এনার্জি, ফের ‘বাবা’ হলেন আল পাচিনো!

বান্ধবীর বয়স মাত্র ২৯ আর অভিনেতা আল পাচিনোর (Alpachino) বয়স ৮৩। এনারাই এবার মা- বাবা হলেন। এই নিয়ে চতুর্থ বারের জন্য বাবা হলেন অভিনেতা আল পাচিনো। আগের দুই প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে সম্পর্কে থাকাকালীন পিতৃত্ব উপভোগ করেছেন তিনি। এবার তাঁর বর্তমান বান্ধবী নূর আলফাল্লাহর (Nur Alfallah) সন্তানের বাবা হলেন মাত্র ৮৩ বছর বয়সে। খবর প্রকাশ্যে আসতেই নানা ধরণের রসিক মন্তব্য ভাসছে সমাজমাধ্যমে।

আল পাচিনো এবং নূর আলফাল্লাহরের মধ্যে কোভিড কাল থেকে একটা সম্পর্ক তৈরি হয়। যদিও এই মুহূর্তে সন্তানের কোনও পরিকল্পনা ছিল না বলেই জানিয়েছেন তাঁরা। আল পাচিনোর আগেও গায়ক মাইক জ্যাগার এবং নিকোলাস বার্গ্রুয়েনের সঙ্গে সম্পর্কে ছিলেন মডেল নূর আলফাল্লাহ। অন্যদিকে জ্যান ট্যারান্টের সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা। এরপর বেভার্লি ডিএঞ্জেলো যমজ সন্তানের জন্ম দেন, বাবা হন আল পাচিনো। মাঝে ২০ বছরের বিরতি, ফের বাবা হলেন আল পাচিনো।