বৃষ্টিই কেড়ে নিল প্রা.ণ! বাজ পড়ে দক্ষিণবঙ্গে মৃ.ত ৩

কলকাতা জুড়ে তীব্র আদ্রতা। এরই মধ্যে বিকেলের দিকে মেঘলা আকাশ। গরমে অস্বস্তি অব্যাহত। উত্তরে প্রাক বর্ষা শুরু হলেও, দক্ষিণে এখনও বর্ষার বৃষ্টি নেই। তবে এরই মধ্যে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে পড়েছে বাজ। তাতে মৃত্যু হয়েছে তিনজনের। এরমধ্যে ঝাড়গ্রামে দু’জন ও দুর্গাপুরে একজনের মৃত্যু হয়েছে। ঝাড়গ্রামে মৃতের নাম বুধুরাম সরেন ও নাসির আনসারি। বুধুরাম সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আর নাসির পেশায় ট্রাক চালক। স্নান করে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবারও অস্বস্তিকর গরম থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের বক্তব্য, পশ্চিম জেলাগুলিতে যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে আছে, সেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি। কিন্তু কলকাতায় আর্দ্রতা এত বেশি থাকছে যে অস্বস্তি কমছে না।

আরও পড়ুন- ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে বেআব্রু স্বাস্থ্য পরিষেবা! শ.বদেহবাহী গাড়ি না মেলায় শিশুর দে.হ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন বাবা

Previous articleডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশে বেআব্রু স্বাস্থ্য পরিষেবা! শ.বদেহবাহী গাড়ি না মেলায় শিশুর দে.হ ব্যাগে ভরে বাড়ি ফিরলেন বাবা
Next articleব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ