ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিও, আমেরিকার ক্লাব থেকে বেতন ছাড়াও কী কী পাচ্ছেন মেসি?

আর জানা যাচ্ছে, মেসিকে বেতন হিসাবে বছরে ১২৩১ কোটি টাকা দেবে আমেরিকার এই ক্লাব। সূত্রের খবর, বেতন ছাড়াও ক্লাব থেকে আরও অনেক কিছু পাবেন লিও।

0
2

সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল হিলালের রেকর্ড প্রস্তাব কিংবা বার্সেলোনার প্রস্তাব সব দূরে সরিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন লিও। আর জানা যাচ্ছে, মেসিকে বেতন হিসাবে বছরে ১২৩১ কোটি টাকা দেবে আমেরিকার এই ক্লাব। সূত্রের খবর, বেতন ছাড়াও ক্লাব থেকে আরও অনেক কিছু পাবেন লিও।

এক রিপোর্ট অনুযায়ী, মেসির চুক্তির মধ্যে বেতন ছাড়া সই করার জন্য আলাদা টাকা এবং ক্লাবের অংশীদারিত্বও দেওয়া হবে মেসিকে। যদিও এখনও ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদের কাছ থেকে মেসি কত টাকা পাবেন তা ঠিক হয়নি। কারণ ইন্টার মায়ামির সঙ্গে স্পনসর হিসাবে যুক্ত রয়েছে অ্যাডিডাস এছাড়াও আরও দুই সংস্থা। অ্যাডিডাসের সঙ্গে মেসির সারা জীবনের চুক্তি রয়েছে। সেই কারণে, স্পনসরের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও জানা যাচ্ছে, মেসির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মায়ামি। তবে তাঁর চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি এক বছর বৃদ্ধি করতে পারেন।

আরও পড়ুন:‘এখনই অবসর নয়’, বললেন সিআরসেভেন