পঞ্চায়েত ভোটে ‘বর্ষা’ কাঁটা? আপাতত সেটাই ভাবাচ্ছে কমিশনকে

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। মনোনয়ন পর্বের পর মনোনয়ন প্রত্যাহার পর্বের ও সমাপ্তি ঘটেছে।তবে সমস্যা এখন একটাই। তা হল বৃষ্টি। এই ভরা বর্ষায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। তাই প্রতিনিয়ত আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলবে কমিশন বলেই সূত্রের খবর।

সাধারনত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহতেই। সেই মতো এ বছর বর্ষা ঢুকেছে অনেকটা দেরি করে।সে ক্ষেত্রে জুলাই এর আট তারিখ মানে বাংলায় তখন ভরা বর্ষা। আর পঞ্চায়েত নির্বাচন গ্রামের ভোট।বর্ষাকালে বাংলার বিস্তির্ণ অঞ্চল বর্ষায় বন্যার কবলে চলে যায়। তাই এই বর্ষায় নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে প্রতি নিয়ত আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলবে কমিশন বলেই কমিশন সূত্রে খবর। এমন কি বৃষ্টির জন্য যাতে ভোটদানে কোন রকম সমস্যা না হয় সে দিকে নজর দিয়ে সব জেলাকে সতর্ক করা হয়েছে। প্রতি মূহুর্তের আবহাওয়ার আপডেট নির্বাচন কমিশন যেমন নেবে আবহাওয়া দফতর থেকে সেরকমই সব আপডেট পৌঁছে দেওয়া হবে জেলায়। কমিশনের এই সিদ্ধান্ত নেওয়ার কারণই হলো আবহাওয়ার কোন রকম রকমফের হলেই যাতে তৎক্ষনাৎ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। এর আগে বর্ষার সময় নির্বাচন সম্পন্ন করার অভিজ্ঞতা কমিশনের থাকলেও এই বারের এই পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ রাজ্য নির্বাচন কমিশনের।

আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন: ‘দিশাহীন’ ইস্তেহার প্রকাশ বামেদের

Previous articleপাল্টা অভিযান! রাশিয়ার দখলে থাকা ৮ গ্রাম পুনরুদ্ধার ইউক্রেনের
Next articleনজরে নির্বাচন, বৃহস্পতিবার থেকেই প্রচার শুরু করছে তৃণমূল