Monday, January 12, 2026

ফের নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, কুণালের হাত ধরে তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

Date:

Share post:

পঞ্চায়েতের নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে (Nandigram) বিজেপিতে নামল ধস। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh) হাত ধরে তৃণমূলে(TMC) যোগ দিলেন বিজেপির(BJP) স্থানীয় কয়েকজন যুব মোর্চা ও মণ্ডল নেতা। এদিন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় এই যোগদান কর্মসূচি। বিজেপি ছেড়ে আসা নেতৃত্বদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন কুণাল ঘোষ। যোগদান কর্মসূচিতে কুনালের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই যোগদান কর্মসূচিতে এলাকার বিশিষ্ট কীর্তন শিল্পী সুকুমার কীর্তনিয়া এদিন তাঁর পুরো দল নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এছাড়া যুব মোর্চার দুই নেতা রামপদ দেবনাথ ও সুব্রত দেবনাথও একই সঙ্গে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিলেন। এদের সঙ্গে এলাকার শিক্ষক ও শিক্ষাবিদ গোকুল মান্নাও তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি ১৮ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়া শেখ মনসুর আলি এদিন নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূলের সমর্থনে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। দলের অনুগত কর্মী হিসেবে ফের কাজ করার অঙ্গীকার করেন তিনি। তবে মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁর নাম নির্দল হিসেবে ব্যালটে থাকছে। শীঘ্রই তিনি তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত জনগণকে জানিয়ে দেবেন।

এছাড়া সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ জানান, নবজোয়ার যাত্রায় দুপুরের চড়া রোদে ২০ কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রার অনুকরণ করতে গিয়ে মুখ পুড়েছে গদ্দার অধিকারীর। বুধবার নন্দীগ্রামের বাইরে থেকে লোকজন জুটিয়ে নন্দীগ্রামে মাত্র ২ কিলোমিটার পদযাত্রা করে গদ্দার অধিকারী। কিন্তু নন্দীগ্রামবাসী তাঁকে প্রত্যাখ্যান করে তৃণমূলের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সেই বার্তা দিতেই আগামী ২৫ জুন নন্দীগ্রামে বিরাট পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এই পদযাত্রায় হরিপুর, ভেকুটিয়া ও নন্দীগ্রাম এই তিন এলাকার মানুষ অংশ নেবেন। একই সঙ্গে আগামী কয়েকদিন ধরে নন্দীগ্রামে নিবিড় জনসংযোগ করবেন তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

SIR: পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে! কমিশন-সহ সবপক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জের শুনানিতে সব পক্ষের জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার তৃণমূল সাংসদ...

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...