‘শূন্য’ সিপিএমের পঞ্চায়েত প্রচারের ভরসা সেই প্যারোডি !

তৃণমূল যেখানে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে, সেখানে CPM-এর ভোট প্রচারের প্যারোডির লাইন, "মারতে এলে পাল্টা হবে এবার ছাড়া নাই" ।

বিধানসভায় (Assembly)জায়গা নেই বামেদের। রামের সঙ্গে মিলে পায়ের তলার জমি খুঁজতে মরিয়া ‘কমরেড’রা। হাতে হাত মিলিয়েও কাস্তে হাতুরিতে মরচে পড়েছে। তাহলে পঞ্চায়েত ভোটে (Panchayet Election)বামেরা লড়াই করবে কী করে? গত বিধানসভা নির্বাচনে ‘ টুম্পা সোনা’ গানের প্যারোডি লাল পতাকার মান বাঁচাতে ব্যর্থ। এবার আবার জনপ্রিয় বাংলা ব্যান্ডের ‘বারান্দায় রোদ্দুর’ গানের প্যারোডি বাঁধল CPM। শুধু তাই নয় তৃণমূল যেখানে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে, সেখানে CPM-এর ভোট প্রচারের প্যারোডির লাইন, “মারতে এলে পাল্টা হবে এবার ছাড়া নাই” ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার পর বাংলার মানুষের কাছে তৃণমূলের গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেখানে একটি থিম সং তৈরি করা হয়েছিল, “তৃণমূলে নবজোয়ার, জিতব আমি জিতবে তুমি উন্নয়ন হবে সবার।” সেই গানের আবেগে ভেসেছে বাংলার সব প্রজন্মের মানুষ। তারই পালটা গান তৈরি করতে গিয়ে হাস্যকর প্যারোডিতেই আটকে যেতে হল বাম শিবিরকে। এক সময়ের “পথে এবার নামো সাথি” ছেড়ে “টুম্পা সোনা”কে বেছে নেওয়ায় গত বিধানসভায় প্রবীণ কমিউনিস্টদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সিপিএমকে। ফের সেই মতানৈক্যই প্রকাশ্যে। গণসঙ্গীত ছেড়ে আবার সেই চটুল গান? শুক্রবার গানটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। স্যোশাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গ্রামে গ্রামে এই গান চালানো হবে, এমনটাই জানা গিয়েছে দলীয় নেতৃত্বের তরফে। সঙ্গীত শিল্পী রাহুল, নীলাব্জদের তৈরি এই গান কি বামেদের হালে পানি ফেরাবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

Previous articleআদ্রার নি.হত তৃণমূল নেতার পরিবারকে ফোন করে পাশে থাকার বার্তা রাজ্যপালের
Next articleনির্বাচনী প্রস্তুতি তুঙ্গে, জেলায় জেলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর