Sunday, January 11, 2026

বেলঘরিয়ায় দরজা ভেঙে মিলল প্রৌঢ়ার প.চা-গ.লা দে.হ, পাশের ঘরে ক.ঙ্কাল!

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরে তাঁকে দেখতে পায়নি পাড়ার প্রতিবেশীরা।সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ঘরের ভেতর থেকেও।নিমতা থানার পুলিশ ঘরের দরজা ভেঙে চমকে ওঠে।দেখা যায় মাটিতে পড়ে আছে ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পচাগলা দেহ। পাশের ঘরেই মিলেছে একটি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ায়। ঠিক কী কারণে এই মৃ্ত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্থানীয়রা জানিয়েছেন,পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনে থাকতেন বিদ্যুৎ দফতরের  অবসরপ্রাপ্ত কর্মী বীরেন্দ্রকুমার দে (৬৬)। এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরে ওই প্রৌঢ়কে দেখতে পাচ্ছিলেন না। কারও সাড়াশব্দও পাচ্ছিলেন না। ফলে তাদের সন্দেহ হয়। এরপরই নিমতা থানায় তাঁরা খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান, পাশের ঘর থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি মৃতের ভাই ধীরেন্দ্র কুমার দে’র (৬৩)। স্থানীয়দের দাবি, দুই ভাই মানসিক রোগী ছিলেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত পাঁচ-ছ’মাস আগে ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই দেহ আগলেই দাদা বসেছিলেন। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়। বাড়িতে অন্য  কেউ না থাকায় বিষয়টি প্রতিবেশীরাও জানতে পারেননি। স্থানীয়রা তৎপর হওয়ায় এদিন গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার দেহ উদ্ধার হয়েছে তাঁরা চার ভাই। প্রত্যেকের মানসিক সমস্যা রয়েছে। দু’ভাই আগেই মারা গিয়েছেন। এক বোন রয়েছে। তাঁর বিয়ে হয়ে গিয়েছে।স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...