Thursday, August 28, 2025

ফের বাঁ পায়ে চোট মুখ্যমন্ত্রীর, আঘাত কোমরেও: SSKM-এ চলছে পরীক্ষা

Date:

Share post:

জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার (Helicopter)। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। এর পরেই কলকাতা পৌঁছে মুখ্যমন্ত্রীকে SSKM-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা চলছে।

এদিন জলপাইগুড়ির সভা সেরে ক্রান্তি থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরা (Bagdogra) উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা বন্যোকাপাধ্যায়। সেই সময় আবহাওয়া খারাপ থাকলেও, ওড়া যাবে না এমন পরিস্থিতি ছিল না। কিন্তু মাঝ আকাশেই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট (Pilot) সঙ্গে সঙ্গেই কপ্টারের মুখ ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ সেদিকে উড়তে শুরু করেন। সেবক এয়ার বেসে অবতরণের মতো অনুকূল পরিস্থিতি থাকায় সেখানেই কপ্টার নামানো হয়। সেই সময়ই পায়ে ও কোমরে চোট পান মমতা। চোট লাগে সেই বাঁ পায়ে, যেখানে গত বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে নন্দীগ্রামেও চোট পান মুখ্যমন্ত্রী। এয়ারবেস থেকে মমতাকে সড়কপথে নিয়ে যাওয়া হয় বাগডোগরায়। সেখান থেকে বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। গ্রিন করিডর করে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় তাঁকে। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওয়ার্ডে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় গেটে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে ভিতরে নিয়ে যান। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে নাকি আজই ছেড়ে দেওয়া হবে, তা এখনও স্থির হয়নি। অর্থোপেডিক, নিউরো মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...