Sunday, August 24, 2025

শিক্ষিকার গাফিলতিতে বাদ গেল ছাত্রের আঙুল!

Date:

Share post:

বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে যান। কিন্তু সেখানে এমন এক অবিশ্বাস্য কান্ড! শিক্ষিকার গাফিলতিতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ডান হাতের আঙ্গুল বাদ গেল। শনিবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের (Barackpore Ramakrishna Vivekananda Mission) ইংরাজি বিভাগের গোপাল গোবিন্দ অ্যাকাডেমিতে (Gopal Govinda Academy)। ছাত্রের নাম আদিত্য সিং ভাদুড়িয়া (Aditya Sing Bhaduria)। তিনি উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শনিবার স্কুলে গিয়ে এক সহপাঠীর সঙ্গে খেলতে খেলতে দরজায় কড়ার ধারালো কিছুতে লেগে আদিত্যর আঙুল কেটে পড়ে যায়। স্কুলে সামান্য ব্যান্ডেজ করে প্রধান শিক্ষিকার ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অথচ পাশেই আর্মি হাসপাতাল ও সামান্য একটু দূরে বি এন বোস হাসপাতাল (BN Bose hospital) ছিল। কিন্তু শিক্ষিকারা প্রয়োজন বোধ করেননি বলেই অভিযোগ। প্রচন্ড রক্তপাত হওয়ার ছেলে অজ্ঞান হয়ে পড়ে বলেও ছাত্রের বাবা অভিযোগ করেন। এরপর তাঁদের স্কুল থেকে প্রায় আধঘন্টা দেরিতে খবর দেওয়া হয়। দ্রুত স্কুলে পৌঁছে ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে ঘন্টা দেড় দুই সময় চলে যায়, আর সেই কারণে ছোট্ট ছাত্রটির আঙুলটি ঠিক করার মতো উপায় তখন আর ডাক্তারদের হাতে ছিল না। ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র স্কুলের এই গাফিলতির কারণেই এত বড় খেসারত দিতে হল তৃতীয় শ্রেণীর ছাত্রকে (Class three student)। শিক্ষিকাদের এই চরম গাফিলতি ও উদাসীনতায় সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। বিদ্যালয়ের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...