Wednesday, November 12, 2025

শিক্ষিকার গাফিলতিতে বাদ গেল ছাত্রের আঙুল!

Date:

Share post:

বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে যান। কিন্তু সেখানে এমন এক অবিশ্বাস্য কান্ড! শিক্ষিকার গাফিলতিতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ডান হাতের আঙ্গুল বাদ গেল। শনিবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের (Barackpore Ramakrishna Vivekananda Mission) ইংরাজি বিভাগের গোপাল গোবিন্দ অ্যাকাডেমিতে (Gopal Govinda Academy)। ছাত্রের নাম আদিত্য সিং ভাদুড়িয়া (Aditya Sing Bhaduria)। তিনি উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শনিবার স্কুলে গিয়ে এক সহপাঠীর সঙ্গে খেলতে খেলতে দরজায় কড়ার ধারালো কিছুতে লেগে আদিত্যর আঙুল কেটে পড়ে যায়। স্কুলে সামান্য ব্যান্ডেজ করে প্রধান শিক্ষিকার ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অথচ পাশেই আর্মি হাসপাতাল ও সামান্য একটু দূরে বি এন বোস হাসপাতাল (BN Bose hospital) ছিল। কিন্তু শিক্ষিকারা প্রয়োজন বোধ করেননি বলেই অভিযোগ। প্রচন্ড রক্তপাত হওয়ার ছেলে অজ্ঞান হয়ে পড়ে বলেও ছাত্রের বাবা অভিযোগ করেন। এরপর তাঁদের স্কুল থেকে প্রায় আধঘন্টা দেরিতে খবর দেওয়া হয়। দ্রুত স্কুলে পৌঁছে ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে ঘন্টা দেড় দুই সময় চলে যায়, আর সেই কারণে ছোট্ট ছাত্রটির আঙুলটি ঠিক করার মতো উপায় তখন আর ডাক্তারদের হাতে ছিল না। ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র স্কুলের এই গাফিলতির কারণেই এত বড় খেসারত দিতে হল তৃতীয় শ্রেণীর ছাত্রকে (Class three student)। শিক্ষিকাদের এই চরম গাফিলতি ও উদাসীনতায় সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। বিদ্যালয়ের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...