Sunday, November 16, 2025

মার্কিন ড্রোন চুক্তি মোদি সরকারের, রাফাল ধাঁচেই প্রশ্ন তুলল কংগ্রেস

Date:

Share post:

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল(Rafale) নিয়ে প্রশ্ন তুলে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল কংগ্রেস(Congress)। এবার সেই একই ধাঁচে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া ড্রোন(Drone) চুক্তি নিয়ে প্রশ্ন তুলল শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। কয়েকশো কোটি টাকার এই চুক্তির আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি তোলা হয়েছে হাত শিবিরের তরফে।

বুধবার দিল্লিতে কংগ্রেস (Congress) মুখপাত্র পবন খেরা বলেন, “সবাই জানে, দেশের স্বার্থের সঙ্গে আপোস করেছে মোদি সরকার। ভারতের জনগণ দেখেছে কীভাবে ১২৬টি যুদ্ধবিমানের বদলে মাত্র ৩৬টি রাফালে জেট কেনা হয়েছে। হ্যালকে প্রযুক্তি হস্তান্তর করা হয়নি। ফ্রান্সে রাফালে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ও ফৌজের আপত্তি সত্ত্বেও বহু সিদ্দান্ত নেওয়া হয়েছে। তাই এই চুক্তিতে আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি জানাচ্ছি আমরা।”

উল্লেখ্য, চিন-পাকিস্তান সীমান্তের অশান্ত পরিস্থিতিতে সর্বক্ষণের নজরদারির জন্য অত্যাধুনিক মার্কিন ‘প্রিডেটর’ ড্রোন কিনতে চলেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত আমেরিকরা সফরে ভারত ও আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের এই চুক্তি মোতাবেক ভারতীয় নৌসেনার হাতে আসবে ১৫টি এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন। আটটি করে এই ঘাতক হাতিয়ার পাবে সেনাবাহিনী ও বায়ুসেনা। এর ফলে একদিকে ভারত ও আমেরিকা, দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক যেমন আরও মজবুত হয়েছে, পাশাপাশি আত্মনির্ভরতার নয়া ধাপে পৌঁছবে ভারত। তবে এই চুক্তি নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বাজারদরের চাইতে বেশি দামে কেনা হচ্ছে মার্কিন ড্রোনগুলি।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...