Thursday, November 13, 2025

মাঝরাতে মোদির বাসভবনে ম্যারাথন বৈঠক, বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত

Date:

Share post:

আগামী বছর লোকসভা নির্বাচন(Loksava Election)। সেদিকে নজর রেখে মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বাড়িতে বসল বিজেপি(BJP) শীর্ষ নেতৃত্বের ম্যারাথন বৈঠক। বুধবার রাতে বৈঠকে ডাকা হয়, জেপি নাড্ডা, অমিত শাহ(Amit Shah), বিএল সন্তোষদের। দলীয় নেতৃত্বের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি সূত্রের খবর, দলের অন্দরে বড় রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধি দেশে লাগু করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে এটাই বিজেপির মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এরইমাঝে ৫ ঘন্টার এই ম্যারাথন বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ কিছুদিন আগেও মোদির সঙ্গে শাহ-নাড্ডারা (JP Nadda) বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ আলোচনা কার্যত বেনজির। সূত্রের খবর, চার রাজ্যের নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হতে পারে। সেই রদবদল নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শাহ-নাড্ডারা। আবার আগামী চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। আসলে কর্ণাটক নির্বাচনে ধাক্কার পর চার রাজ্যে ভাল ফল করা গেরুয়া শিবিরের জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছে। সেকারণেই রণকৌশলে বদল করা হচ্ছে বলে খবর।

আরেকটা সূত্র অবশ্য বলছে, বুধবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। কীভাবে এক দেশ-এক আইন বলবত করা যায়, তাতে রাজনৈতিকভাবে বিজেপি কতটা ফায়দা পাবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। যদিও সরকারিভাবে এই বৈঠক নিয়ে বিজেপি নেতৃত্বে মুখ খুলছে না।

spot_img

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...