Tuesday, November 11, 2025

প্রধান নির্বাচক প্রধানের পদে এগিয়ে আগারকার, জল্পনার মাঝে আইপিএল-এর দল ছাড়লেন তিনি

Date:

Share post:

চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেওয়ার পরই, নতুন নির্বাচক প্রধানের পদের জন‍্য  আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই হবে ইন্টারভিউ।

জানা যাচ্ছে, সামনের এশিয়া কাপ এবং তারপর দেশের মাটিতে বসতে চলা একদিনের বিশ্বকাপ, এই দুই প্রতিযোগিতার আগেই নির্বাচক কমিটি তৈরি রাখতে চাইছে বোর্ড। এছাড়াও জানা যাচ্ছে, চারজন জাতীয় নির্বাচক আগেই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এখনও ফাঁকা প্রধান নির্বাচকের পদ। আর তাই যত তাড়াতাড়ি প্রধান নির্বাচক পদে বসাতে চাইছে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “অনেক সময়ই নির্বাচকদের মতের মিল হয় না। চারজন নির্বাচকের মধ্যে দু’জন একদিকে ও দু’জন অন্য দিকে থাকতে পারেন। তখন সিদ্ধান্ত নিতে হয় প্রধান নির্বাচককে। সেই পদে যোগ্য ব্যক্তি বসানোর চেষ্টা করা হচ্ছে।”

বোর্ড সূত্রে খবর, দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন অজিত আগারকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রধান নির্বাচক হবেন বলে জল্পনা হয়েছিল। কিন্তু এবার হয়তো সেই জল্পনা সত্যি হবে। শোনা যাচ্ছে আগারকার ছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার এবং রবি শাস্ত্রী।

এদিকে ভারতীয় বোর্ডের পরবর্তী নির্বাচক প্রধান হিসাবে নাম আসার জল্পনার মাঝেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পদ ছেড়ে দিলেন অজিত আগারকার। দিল্লি দলে সহকারী কোচের পদে ছিলেন আগারকার। তাঁর দল ছাড়ার খবর বৃহস্পতিবারই টুইটারে জানিয়েছে দিল্লি।

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার ৪ ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিসিসিআইয়ের কাছে : সূত্র

 

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...