Sunday, August 24, 2025

প্রধান নির্বাচক প্রধানের পদে এগিয়ে আগারকার, জল্পনার মাঝে আইপিএল-এর দল ছাড়লেন তিনি

Date:

Share post:

চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেওয়ার পরই, নতুন নির্বাচক প্রধানের পদের জন‍্য  আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই হবে ইন্টারভিউ।

জানা যাচ্ছে, সামনের এশিয়া কাপ এবং তারপর দেশের মাটিতে বসতে চলা একদিনের বিশ্বকাপ, এই দুই প্রতিযোগিতার আগেই নির্বাচক কমিটি তৈরি রাখতে চাইছে বোর্ড। এছাড়াও জানা যাচ্ছে, চারজন জাতীয় নির্বাচক আগেই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এখনও ফাঁকা প্রধান নির্বাচকের পদ। আর তাই যত তাড়াতাড়ি প্রধান নির্বাচক পদে বসাতে চাইছে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “অনেক সময়ই নির্বাচকদের মতের মিল হয় না। চারজন নির্বাচকের মধ্যে দু’জন একদিকে ও দু’জন অন্য দিকে থাকতে পারেন। তখন সিদ্ধান্ত নিতে হয় প্রধান নির্বাচককে। সেই পদে যোগ্য ব্যক্তি বসানোর চেষ্টা করা হচ্ছে।”

বোর্ড সূত্রে খবর, দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন অজিত আগারকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রধান নির্বাচক হবেন বলে জল্পনা হয়েছিল। কিন্তু এবার হয়তো সেই জল্পনা সত্যি হবে। শোনা যাচ্ছে আগারকার ছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার এবং রবি শাস্ত্রী।

এদিকে ভারতীয় বোর্ডের পরবর্তী নির্বাচক প্রধান হিসাবে নাম আসার জল্পনার মাঝেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পদ ছেড়ে দিলেন অজিত আগারকার। দিল্লি দলে সহকারী কোচের পদে ছিলেন আগারকার। তাঁর দল ছাড়ার খবর বৃহস্পতিবারই টুইটারে জানিয়েছে দিল্লি।

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার ৪ ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিসিসিআইয়ের কাছে : সূত্র

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...