সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গীত জীবন ২৫তম বর্ষে পদার্পণ করল। আর সেই পথ চলাকে স্মরণীয় করে রাখতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদন করল ‘রূপঙ্কর বাগচীর ২৫’-এর গান।

শিল্পীর সঙ্গীত জীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে সুদীপ্ত চন্দর কথায়-সুরে দ্যা ড্রিমার্স থেকে প্রকাশিত হল এই গান। উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, রূপক সাহা ( কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স), চৈতালি লাহিড়ি বাগচী, মহুল বাগচী, সুদীপ্ত চন্দ। গানের সঙ্গীতায়োজন করেছেন মাধুর্য মুখোপাধ্যায়।সংস্থার এই উদ্যোগে রীতিমতো আপ্লুত স্বয়ং শিল্পী রূপঙ্কর।
তিনি বলছেন, একজন সঙ্গীত শিল্পীর দুই দশক পেরিয়ে আসাটা বড় চ্যালেঞ্জ। মানুষের আশীর্বাদ, ভালোবাসা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
