Monday, January 12, 2026

ফের নাকচ জামিনের আবেদন! জেল হেফাজতেই ঠাঁই অনুব্রতর

Date:

Share post:

ফের সিবিআই আদালতে (CBI Court) খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের (Bail) আবেদন। তবে শুক্রবার অনুব্রতর আইনজীবী সোমরাজ চট্টরাজ আদালতে জানান, ৩২৩ দিন জেলে রয়েছেন অনুব্রত। আর সেকারণেই তাঁকে যেকোনও শর্তে জামিন দেওয়া হোক। জানা গিয়েছে, শুক্রবার নেটওয়ার্ক সমস্যা থাকায় ভার্চুয়াল শুনানি না হলেও অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি আদালতকে সাফ জানান, তাঁর মক্কেল ১১ অগাস্ট ২০২২ থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে পাঁচটি চার্জশিটও (Charge Sheet) জমা পড়েছে। তবে কবে নাগাদ ট্রায়াল শুরু হবে তা জানা যাচ্ছে না। তবে এরপরই প্রভাবশালী তকমা সামনে এনে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী জয় কিষান। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ জুলাই।

এদিন সওয়াল জবাব চলাকালীন সিবিআই-র (CBI) আইনজীবী সাফ জানান, উনি অত্যন্ত প্রভাবশালী। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। এইসময় তাঁকে জামিন দেওয়া হলে উনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আর সেকারনেই তাঁর জামিনের আবেদন নাকচ করা হোক। তবে অনুব্রতর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন ভিন রাজ্যে রয়েছেন অনুব্রত। ওখান থেকে বসে কীভাবে সাক্ষীদের প্রভাবিত করা সম্ভব? তবে এদিন দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেন, ইতিমধ্যে ২৮৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আর কত সময় লাগবে? যার উত্তরে সিবিআই-র তদন্তকারী আধিকারিক জানান, আরও নতুন তথ্য হাতে উঠে আসছে। আর সেকারণেই কয়েকজন সাক্ষীর বয়ান প্রয়োজন।

পাশাপাশি এদিন বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের থেকে জানতে চান, আর কতদিন ধরে এই তদন্ত চলবে? উত্তরে তদন্তকারী অফিসার জানান, খুব দ্রুত ফাইনাল চার্জশিট পেশ করা হবে। তবে এদিন দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রায়দান কিছুক্ষণের জন্য স্থগিত রাখেন। ২ ঘণ্টা পর তিনি রায় ঘোষণা করে জানিয়ে দেন আপাতত জামিন পাবেন না অনুব্রত। তাঁকে বর্তমানে জেলে হেফাজতেই থাকতে হবে।

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...