Sunday, December 28, 2025

ফের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহ

Date:

Share post:

মুম্বাইয়ে(Mumbai) ফের চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ট্রেনের মধ্যে তরুণীকে একা পেয়ে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে। বারবার মুম্বইয়ের লোকাল ট্রেনে(Local Train) এহেন ঘটনা ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন রাতে চারনি রোড স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে উঠেছিলেন তরুণী। ট্রেনটি ছাড়ার মুহূর্তেই এক যুবক ওঠেন ওই কামরায়। অভিযোগ, ট্রেনটি চারনি রোড ছাড়ার পর থেকেই তরুণীকে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করতে থাকেন। শুধু তাই-ই নয়, তরুণী প্রতিবাদ করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালিও করেন। গ্রান্ট রোড স্টেশন ঢুকতেই ওই যুবক নেমে পড়েন। ঘটনার প্রায় চার দিন পর ২৮ জুন রেলপুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশের দাবি, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালানো হয়। ওই দুই স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ধারায় একটি এফআইআরও দায়ের হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসের শুরুতে মুম্বাইয়ের লোকাল ট্রেনে কলেজপড়ুয়া তরুণীকে একা পেয়ে নিগ্রহের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১৪ জুন সকালে গিরগাঁওয়ের বাসিন্দা ওই তরুণী নভি মুম্বইয়ের বেলাপুরে যাচ্ছিলেন পরীক্ষা দিতে। তখনই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর পানভেলগামী ট্রেনে ছত্রপতি শিবাজি (সিএসটি) স্টেশন এবং মসজিদ স্টেশনের মাঝে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে নওয়াজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, স্টেশনে ৫ তরুণীকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। পরে বছর চল্লিশের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর ফের চলন্ত ট্রেনে তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটল মুম্বাইয়ে।

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...