Wednesday, November 12, 2025

রাখঢাক ছেড়ে এবার রামধনু জোটে শিলমোহর সুকান্তর

Date:

Share post:

তৃণমূলের(TMC) বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে এক জোট হয়েছে বিরোধীরা। তলে তলে একে অপরের হাত ধরেছে বাম-কংগ্রেস-বিজেপি। বিরোধীদের এহেন রামধনু জোটের অভিযোগ দীর্ঘদিন ধরেই করছিল শাসক দল। এবার নির্বাচনী প্রচারে গিয়ে এই অভিযোগে সীলমোহর দিলেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি মেনে নিলেন নীচুতলায় বিরোধীদের রামধনু জোটের অস্তিত্ত্ব।

শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি(BJP) সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নীচুতলায় রামধনু জোট হয়। এ নিয়ে রাজ্য নেতৃত্বের কিছু করার থাকে না। স্থানীয় স্তরে মানুষ যাকে শত্রু মনে করে তার বিরুদ্ধে একজোট হয়ে যায়। নিচুতলায় এ জাতীয় সমঝোতা হয়। দলের কিছু করার থাকে না। আগে থেকেই রাজ্যের একাধিক জেলায় নিজেদের অস্তিত্ব রক্ষায় জোট বেঁধে প্রচারে নেমেছে বিজেপি, বাম ও কংগ্রেস। কয়েকটি জায়গায় তাঁদের দোসর হয়েছে আইএসএফও। দেওয়াল লিখন ও হোর্ডিংয়ে নয়, পাড়ায় পাড়ায় বিজেপির পতাকা হাতে সিপিএম প্রার্থীদের ঘোরার ছবিও সামনে এসেছে। অনেক কেন্দ্রে আবার বাম সমর্থিত প্রার্থীকে সমর্থন করতে দেখা গিয়েছে বিজেপিকে। কোনও জায়গায় একই নির্দলকে রাম, বাম দুই শিবিরই সমর্থন জানিয়ে প্রচারে নেমেছে। উল্টোদিকে, কংগ্রেস প্রার্থীর হয়ে সমর্থনের আবেদন নিয়ে বিজেপি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের সমর্থকরা। এই পরিস্থিতি স্বীকার করে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, কোনও ঘোষিত জোট নেই। কারণ, বিজেপির নীতি—মতাদর্শ আলাদা। নিচুতলায় কোথাও কোথাও হয়তো এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ডা.কাতির রমরমা ঠেকাতে নয়া উদ্যোগ, এবার ব্যাগে জিপিএস লাগাচ্ছেন ব্যবসায়ীরা

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...