Thursday, November 6, 2025

মণিপুর হিং.সায় বীরেন সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

প্রায় ২ মাস ধরে জাতিহিংসায় দগ্ধ মণিপুর(Manipur)। এখনও পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্র দুই সরকার। এই পরিস্থিতি মণিপুর হিংসা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে (SupremeCourt)। যার প্রেক্ষিতেই এবার মণিপুরে বীরেন সিং(Biren Singh) সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করল শীর্ষ আদালত। পরিস্থিতি সামাল দিতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিশদে জানাতে বলা হয়েছে।

সোমবার এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অবশ্য দাবি করেন, মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেখানে নিরাপত্তাবাহিনী মোতায়েন আছে। রাজ্যে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট। আরও কিছুটা সময় প্রয়োজন। যদিও মামলাকারী জানান, পরিস্থিতি মোটেও স্বাভাবিক হচ্ছে না। এখনও পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হয়। এরপরই সবদিকবিচার করে মণিপুর নিয়ে রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ তলব করে শীর্ষ আদালত।

সময় যত গড়াচ্ছে মণিপুরের পরিস্থিতি ততই খারাপতর হয়ে উঠছে। শনিবার রাতে নতুন করে হিংসা ছড়ায় মণিপুরের খোইজুমন্তবি গ্রামে। গুলির লড়াইয়ে দুই ‘গ্রামসেবকে’র মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা সেখানে ১০০ ছাড়িয়ে গিয়েছে। সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত। এমনকী রাজ্যের একাধিক মন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। সব দেখেশুনে সপ্তাহ খানেক আগে মুখ্যমন্ত্রী বিরেন সিং একদফা পদত্যাগের নাটক করেন মণিপুরে। পরে সে সিদ্ধান্ত বদল করেন। অশান্তি খতিয়ে দেখতে মণিপুর সফর করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও কোনওকিছুতেই কিছু হয়নি। এই অবস্থায় মণিপুরের হিংসা নিয়ে মামলায় রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কতটা ভাল বা মন্দ তার বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদলত। রিপোর্ট দেবে বিরেন সিং সরকার।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...