পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রচারে বেরিয়ে এগরার সভা থেকে বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি ছিল, “২০২০ সালে আমাকে উপমুখ্যমন্ত্রিত্বের অফারও দিয়েছিল। কিন্তু আমি সব ছুঁড়ে দিয়ে চলে এসেছি।”

এদিন কলকাতা প্রেস ক্লাবে (Press Club Kolkata) তারই জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “শুভেন্দু অধিকারী ৫ লক্ষ টাকায় বিক্রি হয়ে যায়। টিভিতে তো সবাই দেখেছেন, কীভাবে কাগজে মুড়িয়ে হাত পেতে টাকা নিচ্ছিল। ওনাকে আবার কে উপ-মুখ্যমন্ত্রীর পদ অফার করবে। সারদা, নারদা, রোজভ্যালি প্রতিটা স্ক্যামে তাঁর নাম পাওয়া গিয়েছে।”

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আড়াই বছর পর তিনি মুখ খোলেন। এবং তারই সমুচিত জবাব দিলেন অভিষেক।
