বাড়িতে এত দামি দামি গাড়ি, নেপো সন্তান হওয়া সত্ত্বেও সেই বৈভব ছেড়ে পাড়ার সাধারণ মেয়ের মতোই মুম্বই ঘুরলেন সারা আলি খান (Sara Ali Khan)। আর সেই দৃশ্য পাপ্পারাৎজিরা ক্যামেরা বন্দি করার সুযোগ কিছুতেই ছাড়তে চাননি। অটো (Auto) চড়ে খুব সাধারণ ভাবে একটা গোটা দিন কাটালেন নবাব কন্যা। প্রাথমিকভাবে মনে হতেই পারে যে কোনও সিনেমার প্রচার, কিন্তু আসলে নেহাত অকারণেই এসির হাওয়া ছেড়ে তিনি গণপরিবহনে (Public Transport) যাত্রা করেই ঘাম ঝরালেন।

বিলাসবহুল বাহনকে ঘরে রেখে মুম্বইয়ের যানজটের রাস্তায় অটোয় করে ঘুরছেন সারা আলি খান। ১.৩০ কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ ছেড়ে ঘেমে নেয়ে জিম সেন্টারে গেলেন নায়িকা। পতৌদি পরিবারের মেয়ে হলেও কোনওরকম নবাবসুলভ হাবভাব দেখা যায়নি তাঁর মধ্যে। অবশ্য চিত্রগ্রাহকরা ছবি তোলার আবদার করলে তিনি তাতে অসম্মত হননি। হাসিমুখেই কুশল মঙ্গল বিনিময় সারলেন সবার সঙ্গে। অতিসাধারণ বেশভূষায় মায়ানগরীকে যেন নতুন চোখে আবিষ্কার করলেন বলি নায়িকা।
