Thursday, August 21, 2025

শুভেন্দুর ‘উস্কানিমূলক’ মন্তব্য, হারের ভয়ে ‘নতুন নাটক’: কটাক্ষ কুণালের

Date:

Share post:

ভোট দেওয়ার পর রাজ্যের পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে রীতিমতো হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি এদিন কালীঘাট অভিযানের ডাক দিলেন৷ বললেন, ‘কালীঘাটের ইট’ খুলে নিতে হবে বাংলার মানুষকে৷ মাত্র দু’টো রাস্তা আছে বাংলার মানুষের কাছে, সে কথাও বলেন তিনি৷ শনিবার দুপুরে রাজ্যে ‘জনগণের অভ্যুত্থান’ দরকার বলেও মন্তব্য করেন তিনি।শুভেন্দুর এই মন্তব্যকে ‘নতুন নাটক’ বলে কটাক্ষ করেছে তৃণমূল।
শুভেন্দু এদিন বলেন, ‘মানুষের কাছে দু’টো রাস্তা আছে, জনগনের অভ্যুত্থান, চলো কালীঘাট। গুলি করুক, প্রথম ১০-২০ জন মরবে, কিন্তু বাংলা বেঁচে যাবে৷ আমি সেই তালিকায় থাকতে রাজি আছি৷ চলো কালীঘাটের ইটগুলো খুলেনি৷ এ ছাড়া ৩৫৬ অথবা ৩৫৫ করে নিতে হবে৷ এর কোনও বিকল্প নেই৷ দিল্লির কে কী ভাববে, অন্য কে কী বলবে জানার দরকার নেই৷ আমি একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এসেছি৷ সেই লক্ষ্যে আমি অবিচল থাকব৷ তার জন্য আমাকে যা করতে হয়, করব৷ পতাকা নিয়ে বা পতাকা ছেড়ে, বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে আমি তাই করব৷’
নন্দীগ্রাম বিধানসভা এলাকার ভোটার শুভেন্দু। শনিবার নন্দনায়ক বাড়ের ৭৭ নম্বর বুথে ভোট দেন। এর পরেই তিনি হুঙ্কার দেন। যা নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূলও। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘হার নিশ্চিত বুঝতে পেরে গিয়েই এই সব বলছে। ৭০ হাজার বুথের মধ্যে সামান্য কোথাও ঝামেলা হয়েছে৷ সেটা নিয়ে এসব বলার কোনও মানে নেই৷ বিজেপি হেরে যাবে বলে এসব কথা বলছেন শুভেন্দু অধিকারী৷’ এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করার আগে মণিপুর নিয়ে দিল্লির দাদাদের সঙ্গে কথা বলা উচিত শুভেন্দুর।’’

ভোট শান্তিপূর্ণ করতে কলকাতা হাইকোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, তা-ও মানা হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। শনিবার নন্দীগ্রাম থেকেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করেন। ফোনে বলেন, ‘‘আর কত রক্ত চাই আপনার? আমি কমিশনের দফতরে তালা ঝোলাতে কলকাতায় আসছি।’’ প্রসঙ্গত, শনিবার দুপুর দেড়টা নাগাদ কলকাতায় বিজেপি কর্মীরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে আসে। তবে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। কমিশন দফতরের কাছাকাছি আসতেই বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়। অনেককে আটকও করেছে পুলিশ।

spot_img

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...