Tuesday, August 26, 2025

এবার তামিলনাড়ু: রাজ্যপাল ‘পক্ষপাতদুষ্ট’, নালিশ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি স্ট্যালিনের

Date:

Share post:

অবিজেপি রাজ্যে রাজ্যপালদের ভূমিকা ‘পক্ষপাতদুষ্ট’। এই অভিযোগ শুধু বাংলার নয়, অনেক রাজ্যের শাসকদলের। কেরালার পরে এবার তামিলনাড়ুও (Tamil Nadu) সরব তাদের রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)।

রাজ্যপাল হিসেবে আর এন রবি কীভাবে রাজ্য সরকারের বিভিন্ন কাজে নাক গলাচ্ছেন চিঠিতে তা নিয়ে চিঠিতে সরব হন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। রাজ্য সরকারের কাজে বাধা দিচ্ছেন আর এন রবি। স্ট্যালিন চিঠিতে লেখেন, বাল্যবিবাহে জড়িত বেশ কিছু পুরোহিতের বিরুদ্ধে পুলিশি তদন্তে তামিলনাডুর রাজ্যপাল বাধা দিচ্ছেন। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল অযথা ঝুলিয়ে রাখছেন। নির্বাচিত রাজ্য সরকারের গৃহীত অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক ও মতাদর্শগত অবস্থান নিচ্ছেন। চিঠির শেষাংশে স্ট্যালিন স্পষ্ট লিখেছেন, সাংবিধানিক প্রধানের মতো উচ্চ পদে বসার জন্য আর এন রবি যে যোগ্য নন, তা গত দুই বছরের কার্যকলাপে বার বার বুঝিয়ে দিয়েছেন। ফলে তাকে অবিলম্বে ওই গুরুদায়িত্ব থেকে সরানো হোক।

স্ট্যালিন যেদিন রবির নামে অভিযোগ করে রাষ্ট্রপতিকে চিঠি দেন, সেদিনই দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন রবি। তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই বিরোধিতা করছেন রাজ্যপাল রবি। সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হওয়া বিদ্যু‍ৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করা নিয়ে তা চরমে পৌঁছেছে। আচমকাই জেলবন্দি মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন রাজ্যপাল। তাঁর সেই এক্তিয়ার বহির্ভূত কাজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের ধমক খেয়ে সেন্থিল বালাজির বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল।

একের পর এক রাজ্যে নির্বাচিত সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন মোদি সরকারের নিযুক্ত রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নররা। বিজেপির ‘এজেন্ট’ হিসেবে তাঁরা কাজ করছেন বলে অভিযোগ তোলে অবিজেপি রাজ্যের শাসকদলগুলি।

এর আগে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানোর আবেদন জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরালার রাজ্যপাল বা দিল্লির উপরাজ্যপালকে সঙ্গে মূহুর্মূহ সংঘাত বাধে সে রাজ্যের নির্বাচিত সরকারের। এবার রাষ্ট্রপতির কাছে দরবার করলেন স্ট্যালিন।

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...