Sunday, January 11, 2026

৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা! অগাস্টেই সুপ্রিম শুনানি

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) কেন্দ্রের ৩৭০ ধারা (Article 370) বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আগামী ২ অগাস্ট থেকে ওই মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। তবে মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, শুধুমাত্র ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই শুনানি চলাকালীন বিচার্য হবে। পাশাপাশি সোমবার ও শুক্রবার ছাড়া সপ্তাহের সবকটি দিনই এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলবে। জানা গিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিক শুনানি চলাকালীন বিচার করা হবে।

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছিল ৩৭০ ধারা। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। কেন্দ্রের সেই সিদ্ধান্তের পরই এই নিয়ে একাধিক আবেদন দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলিরই শুনানি শুরু হবে ২ অগাস্ট থেকে। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সব পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ইতিমধ্যে নিজেদের বক্তব্য জানিয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ রয়েছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে হলফনামায়।

সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল হয়। সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এরপর থেকেই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। তবে বিরোধীদের অভিযোগ, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সাধারণ কাশ্মীরিদের জন্য উপত্যকা উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে বারবার কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে। আর এই বিষয়েই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত।

 

 

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...