Monday, August 25, 2025

নন্দীগ্রামে শুভেন্দুকে জোর টক্কর তৃণমূলের, লড়াই হাড্ডাহাড্ডি

Date:

Share post:

রাজ্যে যে কোনওরকম ভোট মানেই সামনে চলে আসে নন্দীগ্রাম। এবার সেখানেও পঞ্চায়েত নির্বাচন ফলাফল এক তরফা হল না। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। আবার নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ, মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

আজ, মঙ্গলবার নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “এখানে আগে গ্রাম পঞ্চায়েতে বিজেপি কখনও জেতেনি। সেই নন্দীগ্রামে এবার পদ্ম ফুটেছে।”

আরও তাৎপর্যপূর্ণ হল, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে তৃণমূলের তেমন ওজনদার কোনও নেতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মুখপাত্র কুণাল ঘোষকে তমলুকের পর্যবেক্ষক করেছেন। কুণাল অতীতে রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই অর্থে মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি বা জননেতা তাঁকে বলা যায় না। সাংগঠনিক দায়িত্ব পালনে অভিজ্ঞতাও শুভেন্দুর তুলনায় অনেক কম।

এদিন ভোটের ফলপ্রকাশের পর কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে মানুষকে ভয় দেখিয়ে ভোটে অশান্তি করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই অপচেষ্টা রুখে দিয়েছেন মানুষ।”

সকব মিলিয়ে নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এক তরফা হল না। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

আরও পড়ুন- হাতছাড়া সুকান্তর দত্তক গ্রাম, উত্তর-দক্ষিণ দুই দিনাজপুরেই ফুটল জোড়াফুল

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...