হাতছাড়া সুকান্তর দত্তক গ্রাম, উত্তর-দক্ষিণ দুই দিনাজপুরেই ফুটল জোড়াফুল

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঢাকঢোল পিটিয়ে দত্তক নিয়েছিলেন বালুরঘাটের চকরাম গ্রাম। কিন্তু দক্ষিণ দিনাজপুরের সেই গ্রামে খোদ পালকপিতার বিরুদ্ধেই বিদ্রোহ হল। যার জেরে গ্রামে ফুটল ঘাসফুল। দত্তক নেওয়া গ্রাম হাতছাড়া হওয়ায় সুকান্তকে কু-পিতা বলে কটাক্ষ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। প্রসঙ্গত, বালুরঘাট লোকসভার সাংসদ হওয়ার পর সুকান্ত মজুমদার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম গ্রামটিকে দত্তক নেন। যদিও দত্তক নেওয়ার পরেও ঐ গ্রামের উন্নয়ন না হওয়ায় সম্প্রতি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় সুকান্ত মজুমদার-কে। পাশাপাশি এবারের পঞ্চায়েত নির্বাচনেও বিজেপিকে প্রত্যাখান করে সুকান্ত মজুমদার-কে কড়া জবাব দিলেন গ্রামবাসীরা। চকরাম গ্রামের ৮১নং বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুধা দেবনাথ ১৪৪ ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন। এখনও পর্যন্ত গণণা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রাম পঞ্চায়েতের ১৩০৮ আসনের মধ্যে ৫৮৬ আসন পেয়েছে তৃণমূল। বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে, তারা পেয়েছে ১৯৩টি আসন। অন্যদিকে বামেরা ৭০টি ও কংগ্রেস ৮টি আসন পেয়েছে। ফলাফল বলছে এককভাবে সংখ্যাগরিষ্ঠের পথে হাঁটছে রাজ্যের শাসকদল।

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলাজুড়ে সবুজ ঝড়। মা-মাটি-মানুষের সরকারের উপর ভরসা রেখেই সাধারণ মানুষ শাসসকদল তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখল। জেলার চোপড়া ব্লকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে, বেশকিছু জায়গায় গেরুয়া শিবিরের শক্ত ঘাটিতেও ফুটল ঘাসফুল। এদিন বিজেপি কাছে থেকে বরুণা পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির গড় বলে পরিচিত কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ওই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২২। যার মধ্যে তৃণমূল জয়ী ১২ আসনে বিজেপির দখলে ৯ ও কংগ্রেস জয়ী ১টি আসনে। ভাতুন গ্রাম পঞ্চায়েতের ২৭টি আসনের মধ্যে ১৮টি তৃণমূল কংগ্রেস দখল করেছে। বিজেপি ১টি সিপিএম ৩টি ও কংগ্রেসের দখলে ২টি আসন রয়েছে। ইসলামপুরের ইসলামপুর আগডিমটিখন্তি পঞ্চায়েত ২৮টি আসনের মধ্যে তৃণমূল ২৭টি নির্দল ১টি আসনে জয়ী হয়েছেন।

আরও পড়ুন- অভিষেকের মান রাখলেন হসিনুদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মঞ্জুও

 

 

 

 

Previous articleঝাড়গ্রামেও সবুজ ঝড়, উন্নয়নেই আস্থা সবার
Next articleনিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনার সঙ্গী বেটা গ্লো!