Sunday, May 4, 2025

মিলল স্বস্তি! ঝমঝমিয়ে বৃষ্টি নামল তিলোত্তমায়

Date:

Share post:

উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। উত্তরবঙ্গেও গত একসপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ভরা আষাঢ়ও দক্ষিণবঙ্গে দেখা মিলছে না বর্ষার। মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা মেলেনি কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন উত্তরে চলবে ভারী বৃষ্টি। দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে।

আরও পড়ুনঃগণনা শেষ হতে না হতেই সন্ত্রা.স শুরু বিজেপির, নৃ.শংসভাবে তৃণমূল কর্মীকে খু.ন

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপাতত লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদহ এবং উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরের অন্যান্য জেলাগুলো, যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে।

তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত খানিকটা বৃষ্টি হলেও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। উল্টে ভ্যাপসা গরম অনুভূত হবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।স্বভাবতই তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই।
আজ বুধবার সকাল থেকেই কলকাতায় মেঘ-রোদ্দুরের খেলা চলছে। কখনও মেঘে ঢাকছে আকাশ, তো কখনও আবার উঁকি দিচ্ছে সূর্য। বুধবার দিনভর আবহাওয়া এরকমই থাকবে বলে জানা গেছে আলিপুর সূত্রে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৮৫%। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...