Sunday, November 9, 2025

উত্তরে পিছিয়ে থাকা জেলাতেও সবুজ ঝড়, কুর্মি-মতুয়া গড়েও কুপোকাৎ বিজেপি

Date:

Share post:

ফের মমতার সঙ্গে গ্রাম বাংলা। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) রাজ্যজুড়ে তৃণমূলের (TMC) ব্যাপক সাফল্যের মধ্যে নজর কেড়েছে অতীতে হেরে যাওয়া এলাকাতেও ঘাসফুলের জয়জয়কার। উত্তরবঙ্গের জেলাগুলিতে ফসল তুলেছে শাসক দল। জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আরও শক্তি বাড়াল তৃণমূল। মনে করা হচ্ছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাজ্যজুড়ে যে জনসংযোগ যাত্রা অর্থাৎ, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ব্যাপক প্রভাব ফেলেছে পঞ্চায়েত ভোটে।

পঞ্চায়েত ভোটের অনেক আগে থেকেই সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে নেমে পড়েছিল তৃণমূল। অভিষেকের নেতৃত্বে শুরু হয় নবজোয়ার কর্মসূচি। ৫২ দিন ধরে জনসংযোগ যাত্রার মাধ্যমে তিনি চষে ফেলেন কোচবিহার থেকে কাকদ্বীপ। সেই সঙ্গে পঞ্চায়েতে যোগ্য প্রার্থী খুঁজে আনা হয়। সিংহভাগ আসনে নতুন মুখকে প্রার্থী করা হয়।

পঞ্চায়েত ভোটের ফলাফল সামনে আসতেই স্পষ্ট, গ্রামের মানুষ দু’হাত উজাড় করে সমর্থন দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই। ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের যেসব জায়গায় ভালো ফল করেছিল বিজেপি, সেখানে এবার জমি হারিয়েছে গেরুয়া শিবির। চা বলয় সহ আলিপুরদুয়ার জেলায় ভালো করেছে তৃণমূল। শীতলকুচিতেও শাসক দল জয়ী হয়েছে। কোচবিহারের দিনহাটা ছাড়া উত্তরবঙ্গের অন্যত্র বিরোধীরা ভোট নিয়ে তেমন কোনও অভিযোগ করেনি। অর্থাৎ শান্তিপূর্ণ পথে পাহাড়ে তৃণমূলের জয়যাত্রা শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভালো ফল করেছে তৃণমূল। কুর্মিদের বিজেপি ভুল বোঝাচ্ছে বলে ভোটের সময় প্রচার করেছিল তৃণমূল। সেই বক্তব্য যে মানুষ গ্রহণ করেছে, তা পঞ্চায়েতের ফলাফলে স্পষ্ট। বাঁকুড়া ও পুরুলিয়ায় এর আগে শাসক দলের খারাপ ফল হয়েছিল।

পাশাপাশি রানাঘাট-বনগাঁ-চাকদহ সহ মতুয়া অধ্যুষিত এলাকায় তৃণমূলের বাক্সে ভোট উপচে পড়েছে। বলে দাবি শাসক দলের। বিশেষত, বনগাঁয় ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে না দেওয়ার ঘটনাকে সাধারণ মতুয়ারা যে ভালোভাবে নেয়নি, বিজেপির হারে তা প্রমাণিত।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...