কুনো জাতীয় উদ্যানে ফের চিতার মৃ*ত্যু!

চার মাসে এই নিয়ে সাত বার একই ঘটনা, চিতার মৃ*ত্যু। মঙ্গলবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)আবার এক চিতার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে নজরদারি দল এক পূর্ণবয়স্ক চিতার (An adult cheetah) ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। বোঝা যায় কোনও কারণে চিতাটি আহত হয়েছে, তাই দ্রুত তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা শুরু হলেও, চিতাটিকে বাঁচানো যায়নি।

মঙ্গলবার দুপুর নাগাদ মারা যায় চার বছরের পূর্ণবয়স্ক চিতা তেজস৷গত। এর আগে ২৫ মে তিনটি চিতার মৃত্যু হয়। তখন বলা হয়েছিল দেহে জল শূন্যতার কারণে মৃত্যু হয় ওই চিতাদের। নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে মে মাসের ৯ তারিখ স্ত্রী চিতা দক্ষা এবং অন্য একটি পুরুষ চিতার মৃত্যু হয়। গত ২৩ এপ্রিল কার্ডিও পালমোনারি ফেলিওরের জেরে এক পুরুষ চিতার মৃত্যু হয়। ২৭ মার্চ কিডনি অসুস্থতার কারণে মারা যায় স্ত্রী চিতা সাশার৷ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই আবহাওয়ার সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারছে না। দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণ বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মেরওয়ে আশঙ্কা করেছিলেন আরও চতুষ্পদের মৃত্যু হতে পারে৷ তাঁদের আশঙ্কা ছিল কুনো অভয়ারণ্যে চিতামৃত্যুর হার বাড়বে৷ আর সেটাই সত্যি হল।

 

 

Previous articleবেঙ্গালুরুর বিরোধী-বৈঠকের আগে জোট সঙ্গীদের নৈশভোজের আমন্ত্রণ সোনিয়ার! ডাক পাচ্ছেন কেজরিওয়ালও
Next articleউত্তরে পিছিয়ে থাকা জেলাতেও সবুজ ঝড়, কুর্মি-মতুয়া গড়েও কুপোকাৎ বিজেপি