Thursday, August 21, 2025

চ.ক্রান্ত করে বাদল অধিবেশন এগিয়ে আনার সিদ্ধান্ত! সর্বদলীয় বৈঠক বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

Date:

Share post:

আগামী ১৯ জুলাই কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) উপস্থিত থাকবে না তৃণমূল (TMC)। একথা সাফ জানিয়ে দিল দলের শীর্ষ নেতৃত্ব। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)। তার আগে সর্বদল বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই বৈঠকেই উপস্থিত থাকতে পারবে না বলেই সাফ জানুতে দেওয়া হল তৃণমূলের তরফে। আগামী শুক্রবার ২১ জুলাই। প্রতিবছরের মতো চলতি বছরেও শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আর শহিদ দিবসের অনুষ্ঠান পালনের পর অর্থাৎ আগামী ২৪ জুলাই সোমবার সংসদের বাদল অধিবেশনে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

বুধবার এ প্রসঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) জানিয়েছেন, “সর্বদলীয় বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস, কারণ একুশে জুলাইয়ের আগে কোনওমতেই সংসদদের পক্ষে দিল্লিতে আসা সম্ভব নয়। আর সেকারণেই আগামী ২৪ জুলাই থেকে সাংসদরা বাদল অধিবেশনে যোগ দিতে পারবেন। তবে তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আসলে মুখে বিজেপি (BJP) যতই বলুক কেন্দ্রীয় সরকার সব দলের সঙ্গে বসে আলোচনা চায়, আসলে তা কখনও চায় না মোদি সরকার। এরপরই কেন্দ্রকে একহাত নিয়ে তৃণমূলের তরফে সাফ জানানো হয় কেন্দ্রীয় সরকার এবং বিজেপি ভালোভাবেই জানে ২১ জুলাই দলের সমাবেশ রয়েছে। তা সত্ত্বেও কেন ২০ জুলাই জেনেশুনে বাদল অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেওয়া হল? তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের আরও অভিযোগ, চলতি বছরের বাদল অধিবেশন আগামী ২৪ জুলাই অর্থাৎ সোমবার থেকেই তা শুরু হতে পারত। তবে তৃণমূল যাতে কোনওভাবেই প্রথম চারদিন অধিবেশনে যোগ দিতে না পারে, সেকারণেই আগামী ২০ জুলাই বাদল অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সূত্রের খবর, আগামী ১৪ জুলাই মণিপুরে (Manipur) যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রিপোর্ট জমা দেবেন তাঁরা। আগেই মণিপুরে যেতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাংলার মুখ্যমন্ত্রীর সেই চিঠি শুধুমাত্র প্রাপ্তিস্বীকারই করা হয়েছে। আর কোনও কিছুরই অগ্রগতি হয়নি। এদিকে মণিপুর নিয়ে আলোচনা না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বয়কটের রাস্তায় হেঁটেছে তৃণমূল। আর সেকারণেই চলতি বাদল অধিবেশনে মনিপুর ইস্যু নিয়ে তৃণমূল সাংসদরা যে আওয়াজ তুলবেনই, তা বলাই বাহুল্য।

 

 

spot_img

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...