বিরোধী বৈঠকের আগে অর্ডিন্যান্স নিয়ে ফের কংগ্রেসের উপর চাপ আপের

আগামী ১৮ জুলাই বিরোধী বৈঠক বসছে বেঙ্গালুরুতে। কংগ্রেসের(Congress) ডাকে আয়োজিত হচ্ছে এই বৈঠক। তবে সেই বৈঠকের আগে ফের একবার কংগ্রেসের উপর চাপ বাড়ালেন দিল্লির(Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দিল্লির অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেস অবস্থান স্পষ্ট না করলে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে তাঁর দল আম আদমি পার্টি(Aam Aadmi Party) হাজির থাকবে না।

বেঙ্গালুরুর বৈঠক প্রসঙ্গে আপ সুপ্রিমো জানান, “আমরা কংগ্রেসের তরফে একটা আমন্ত্রণ পেয়েছি। কিন্তু কংগ্রেস আশ্বাস দিয়েছিল যে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার ১৫ দিন আগে তারা প্রকাশ্যে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবে।” আপের সাফ বক্তব্য, ৩১ জন সাংসদ নিয়ে কংগ্রেস যদি এই গণতন্ত্র বিরোধী অর্ডিন্যান্সের বিরোধিতা না করে তাহলে কংগ্রেসের উপস্থিতিতে কোনও বৈঠকেই তাঁদের পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না। উল্লেখ্য, এর আগে অর্ডিন্যান্স ইস্যুতে আপ ও কংগ্রেসের মধ্যে রীতিমতো অশান্তি শুরু হয় পাটনার বিরোধী বৈঠকে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বৈঠক ছেড়ে চলে যেতে উদ্যত হন কেজরিওয়াল। তাঁকে শান্ত করতে ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির মাঝে বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের ডাক দিয়েছে কংগ্রেস।

তবে দিল্লি অর্ডিন্যান্স নিয়ে দলের অন্দরেই দ্বিমত রয়েছে কংগ্রেসের। দিল্লি-পাঞ্জাব-সহ একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চায় না যে হাইকম্যান্ড কেজরিওয়ালের পাশে দাঁড়াক। আবার জাতীয় দল হিসাবে দিল্লি অর্ডিন্যান্সের বিরোধিতা করা নিয়েও দলের অন্দরে সংশয় রয়েছে। তাছাড়া আপের সঙ্গে জোটের ব্যাপারে কংগ্রেসও খুব একটা আগ্রহী নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।