Friday, December 26, 2025

শুভেন্দুকে ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি! কানাঘুষো গেরুয়া অন্দরে 

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগদানের পর থেকে গেরুয়া দলের হয়ে কোন কাজের কাজ করে উঠতে পারেননি।দলবদলু শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শুধু তাই নয় বিজেপির অন্দরেও কোন্দল তৈরি হয়েছে নন্দীগ্রামের (Nandigram)এই নেতাকে নিয়ে।তাই পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) বিজেপির এই জঘন্য ফলাফলের পর হারের দায় নিয়ে স্বেচ্ছায় সরে যাক শুভেন্দু এমন দাবি উঠল রাজ্য বিজেপির (Bengal BJP)অন্দরে।

শুধু ফাঁকা আস্ফালন, কার্যক্ষেত্রে দলীয় সংগঠন মজবুত করতে যে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সম্পূর্ণ ব্যর্থ তার প্রমাণ একের পর এক নির্বাচনে মিলেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে যে এবার দলের কিছু আদি কর্মী এবং সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা, কর্মীরাই শুভেন্দুকে সরানোর দাবি তুলছেন। দলের অন্দরে তাঁদের আওয়াজ ক্রমশ জোরাল হচ্ছে বলেই খবর। তাঁদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর জন্যই দলে প্রায় ব্রাত্য হয়ে গিয়েছেন দলের আদি নেতা ও কর্মীরা। আসন্ন পঞ্চায়েত ভোটে ফলাফল বলছে, ২০টি জেলা পরিষদের মধ্যে একটাও দখল করতে পারেনি বিজেপি। অথচ এ রাজ্যে তাঁদের এখনও সত্তর জনের কাছাকাছি বিধায়ক রয়েছেন। আছেন ১৭জন লোকসভা সাংসদ ও ৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তারপরও একটি জেলা পরিষদ দখল করতে পারল না বিজেপি। তার মধ্যে ন’টি জেলা পরিষদে বিজেপি খাতাই খুলতে পারেনি। এই শোচনীয় ফলাফলের জন্য শুভেন্দুকে দায়ী করছেন তাঁরা। তাঁদের দাবি, প্রতি পদে সংখ্যালঘুদের অসম্মান, দলকে নয়, নিজেকে তুলে ধরা এবং বিজেপির বক্তব্যের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি ব্যক্তিগত আক্রমণ করে দলকে ডোবাচ্ছেন বিরোধী নেতা। তাই এবার এই খারাপ ফলের জন্য বিরোধী দলনেতার পদ থেকে শুভেন্দুকে সরানোর দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি দিতে চলেছেন তাঁরা।

রাজনৈতিক মহল মনে করছে, খোদ মেদিনীপুরের মাটিতেই তাঁর কোনও গ্রহণযোগ্যতা নেই, ফলাফলেই তা প্রমাণিত। বাংলায় বিজেপির অন্যান্য নেতারা বলছেন, শুভেন্দু এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি ছাড়া এ রাজ্যে আর কোনও বিজেপি নেতা নেই। তিনি দলের সব অংশের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখেন না। সবমিলিয়ে এখন নিজের দলেই চরম অস্বস্তিতে শুভেন্দু অধিকারী।

 

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...