Tuesday, August 26, 2025

যশস্বীর দুরন্ত ইনিংসে ভর করে দ্বিতীয় দিনের শেষে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৬২ রানে এগিয়ে ভারত

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও মেজাজে ভারতীয় দল। দ্বিতীয় দিন ভারতের টিম ইন্ডিয়ার জোড়া শতরান। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ২ উইকেট হারিয়ে ৩১২। ১৬২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয় ক্রিজে রয়ছেন যশস্বী জসওয়াল এবং বিরাট কোহলি। ১৪৩ রানে অপরাজিত যশস্বী। ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম দিন যেখানে শেষ করেছিল, দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। দুই ওপেনার করলেন শতরান। ১০৩ রান করেন রোহিত শর্মা। দুই ওপেনার যশস্বী এবং রোহিত জুটি গড়েন ২২৯ রানের। ২০০২ সালের পর এটাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে ছিল সঞ্জয় বাঙ্গার এবং বীরেন্দ্র সেহবাগের জুটি। যারা জুটি গড়েছিলেন ২০২ রানের। এদিকে ১০৩ রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এই রানের সুবাদে রোহিত টেস্টে ৩৫০০ রানের গণ্ডি পার করেন তিনি। করেন দশম শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব‍্যর্থ শুভমন গিল। ৬ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী এবং বিরাট। যশস্বী ১৪৩ রানে অপরাজিত। ৩৬ রানে অপরাজিত বিরাট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন অ্যালিক আথানেজ এবং জোমেল।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের বিরুদ্ধে ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। ক‍্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথানেজ। ৪৭ রান করেন তিনি। ব্রেথওয়েট করেন ২০ রান। তেজনারায়ণ করেন ১২ রান। ভারতের পাঁচ উইকেট নেন অশ্বিন। তিন উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...